তিরুঅনন্তপুরম: কেরল যা কিনা ঈশ্বরের আপন দেশ। সমুদ্র, নদী, ব্যাকওয়াটার, গভীর জঙ্গল, অসামান্য ঝর্ণা- কী নেই! কেরলকে ভগবান যেন সাজিয়েছেন তুলি দিয়ে, নিজের হাতে। শিক্ষার হারে গোটা দেশে এগিয়ে কেরল। অর্থনীতিতেও যথেষ্ট শক্তিশালী। তবু সেখান থেকেই উঠে আসছে নিরীহ জীবজন্তুদের প্রতি একের পর এক নির্মম অত্যাচারের ঘটনা।
বাজি ঠাসা আনারস খাইয়ে এই প্রথম হাতি হত্যা হল না কেরলে। এর আগেও এপ্রিল মাসেই ঠিক এভাবে মৃত একটি তরুণী হাতির দেহ উদ্ধার হয় কোল্লাম জেলার জঙ্গল থেকে। ময়নাতদন্তে জানা যায়, কিছু একটা খেতে গিয়ে তার চোয়াল ভেঙে গিয়েছিল। এক বরিষ্ঠ বন আধিকারিক জানিয়েছেন, তাঁদের ধারণা, বাজি খাওয়ানো হয়েছিল তাকেও। মুমূর্ষু হাতিটিকে বন আধিকারিকরা উদ্ধার করেন পাথানাপুরমের জঙ্গলে একটি ঝর্ণার পাশ থেকে। এত দুর্বল ছিল, যে তার ওপর ঘুমের ওষুধ প্রয়োগ করা যায়নি। তাকে ওষুধ দেওয়ার চেষ্টা হয় কিন্তু তখন আর সে মানুষকে বিশ্বাস করতে পারছে না। ওভাবেই হেঁটে কয়েক কিলোমিটার চলে যায়। পরদিন মারা যায় সে।
বন আধিকারিক মোহন কৃষ্ণণ ২৭ মে সাইলেন্ট ভ্যালিতে মারা যাওয়া বুনো হাতিটির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই শোকে মুহ্যমান গোটা দেশ। মানুষ বুঝতে পারছেন না, মানসিকতা ঠিক কোন পর্যায়ে নামলে একটি ক্ষুধার্ত প্রাণীর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এইভাবে খুন করা যায়। তারই মধ্যে একইভাবে আরও একটি হাতিকে খুনের খবর এল।
নৃশংসতার নয়া নজির, কেরলে একইভাবে বাজি খাইয়ে খুন আরও একটি হাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 09:27 AM (IST)
এর আগেও এপ্রিল মাসেই ঠিক এভাবে মৃত একটি তরুণী হাতির দেহ উদ্ধার হয় কোল্লাম জেলার জঙ্গল থেকে। ময়নাতদন্তে জানা যায়, কিছু একটা খেতে গিয়ে তার চোয়াল ভেঙে গিয়েছিল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -