বীরভূম: বীরভূমের শান্তিনিকেতন থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ ৪ বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে স্থানীয় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।  বীরভূম জেলা পুলিশ দাবি করেছে, জেলার এক বড় নেতাকে খুনের সুপারি দিয়েই ওই ৪ বাংলাদেশিকে আনা হয়েছিল।


ধৃতদের কাছ থেকে যে রকম অস্ত্র মিলেছে, তাতে পুলিশের সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ছিল ওই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর জেলের এক বন্দি ওই জেলার এক বড় নেতাকে খুনের জন্য ওই সুপারি দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে তাদের সেই ছক ভেস্তে যায়। ওই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে নানুর ও লাভপুরে আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।  তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, মামলার গুরুত্ব বুঝে তদন্তভার এসটিএফের হাতে তুলে দেওয়া হতে পারে।