নয়াদিল্লি: হাথরসের পর এবার বলরামপুর। যোগী রাজ্যে দুই দলিত নির্যাতিতার একই পরিণতি। এই দুই গণধর্ষণ কাণ্ড নিয়ে সরব হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।
ইনস্টাগ্রামে অনুষ্কা লেখেন, ’’রেশ কাটতে না কাটতেই আমরা আবার একটি নৃশংস ধর্ষণের কথা শুনলাম। কোন পৃথিবীতে এই জাতীয় দানবরা একটি অল্পবয়সি মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবতে পারে। এটা আমার বোধগম্যের বাইরে। এতটাই হতাশাজনক! এ ধরনের মানুষের মনে কি কোনও ভয় থাকে। আমরা কীভাবে একটি সমাজ হিসাবে তাদের মধ্যে ভয় তৈরি করব এবং আমাদের মহিলাদের রক্ষা করব? # NoMercyForRapists # বলরামপুর।‘‘



হাথরাসের ঘটনাতেও তিনি অত্যন্ত ব্যথিত বলে জানিয়েছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, ’’হাথরাসের ভয়াবহ ঘটনায় আমি বিধ্বস্ত। আমি আশা করি ওই তরুণী ও তাঁর পরিবারকে ওই অপূরণীয় যন্ত্রণা যারা দিয়েছে, ওই জঘন্য, অমানবিক, ভয়াবহ ঘটনার নেপথ্যে থাকা সেই পুরুষদের কঠোর শাস্তি দে্ওয়া হবে। এই দেশ কি মহিলাদের জন্য নিরাপদ? ‘‘
অনুষ্কা শর্মা মহিলাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলেও, গতকাল অভিনেত্রী কঙ্গনা রানাউত কিন্তু যোগী প্রশাসনের উপর আস্থা প্রকাশ করেছেন। হায়দরাবাদের নির্যাতিতার মতো এ ক্ষেত্রেও ধর্ষণকারীদের চরম সাজা চেয়েছেন কঙ্গনা।