মুম্বই: উত্তর প্রদেশের হাথরস গণধর্ষণের ঘটনা নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমাদের সমাজে পুত্র সন্তান প্রাপ্তিকে বিশেষ সুবিধা হিসেবে দেখা হয়ে থাকে।


হাথরস-কাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশ। দিল্লিতে বিক্ষোভে সামিল হয়েছেন স্বরা ভাস্করের মত অভিনেত্রী। প্রতিবাদে মুখ খুলেছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। পয়লা অক্টোবর বলরামপুর ও হাথরস গণধর্ষণকাণ্ড নিয়ে সরব হয়েছিলেন বিরাট-পত্নী। বলেছিলেন ওই জঘন্য, অমানবিক, ভয়াবহ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। দেশে মহিলা-নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরাসরি সমাজের লিঙ্গবৈষম্য নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। অনুষ্কা লিখেছেন, এটা ঠিক যে কন্যা সন্তান সমাজে এত অগ্রাধিকার পায় না। বাস্তব হল, দৃশ্যতই পুত্র সন্তান প্রাপ্তিকে বিশেষ সুবিধেজনক হিসেবে দেখা হয়।সেটা ঠিক নয়। পুত্র সন্তানের যদি কোনও বিশেষ সুবিধা থেকেই থাকে, তা হল তাকে যেন এমন শিক্ষা দেওয়া হয়, যাতে সে মেয়েদের সম্মান করতে শেখে। সেটাই হবে প্রকৃত অগ্রাধিকার। এই শিক্ষা দেওয়াটাই বাবা-মা হিসেবে সমাজের প্রতি কর্তব্য।

এখানেই থেমে থাকেননি বিরাট-পত্নী। তিনি মনে করেন, সন্তান ছেলে না মেয়ে তা দেখে অগ্রাধিকার ঠিক করা অনুচিত। আপনার প্রকৃত দায়িত্ব হল ছেলেকে সুশিক্ষায় গড়ে তোলা। তাতে মেয়েরা নিরাপদ এবং সুরক্ষিত থাকবেন। সমাজ উপকৃত হবে।

বৃহস্পতিবার অনুষ্কা সোশ্যাল মিডিয়ার বলেছিলেন, আমরা আবার একটি নৃশংস ঘটনার কথা শুনলাম। এটা কোন বিশ্ব, যে দানবেরা মনে করছে, যে কারও সঙ্গে এমন জঘন্য ব্যবহার করা যায়!

দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়াতেই খুশির খবর পোস্ট করেছিলেন অনুষ্কা। লিখেছিলেন ২০২১-এর জানুয়ারিতে আমরা তিনজন হব। তার আগে লিঙ্গ বৈষম্য নিয়ে অনুষ্কার এই বার্তায় খুশি তাঁর অনুরাগী-ভক্তেরা।