নয়াদিল্লি: অনলাইন গেমিং এবং অনলাইন বেটিং ও গ্যাম্বলিং নিষিদ্ধ করল অন্ধ্রপ্রদেশ সরকার। একইসঙ্গে কেন্দ্রের কাছে আবেদন করেছে যাতে রাজ্য থেকে পেটিএম সহ ১৩২ অ্যাপ ও ওয়েবসাইটকে ব্লক করতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়।


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ তারিখ কেন্দ্রীয় তথ্যুপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে এই মর্মে একটি চিঠি লেখেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। সেখানে তিনি অনলাইন গেমিং ও অনলাইন বেটিংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


জগনমোহন বলেন, এই অ্যাপ ও গেমসের ফলে যুব সম্প্রদায় বিপথগামী হয়ে পড়ছেন। তাঁদের মধ্যে বেটিং ও জুয়ার প্রতি আসক্তি তৈরি হচ্ছে। মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে তাঁরা এসবের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলছেন।


মুখ্যমন্ত্রীর আরও দাবি, যে অনলাইন বেটিং এবং গেমিংয়ের ফলে জনসাধারণের মধ্য়ে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। অর্থ হারানোর জন্য আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। এর পাশাপাশি এই মারাত্মক নেশার ফলে অনেকে হিংসাত্মক আচরণ করতে শুরু করেছেন।


চিঠির সঙ্গে ১৩২টি ওয়েবসাইট ও অ্যাপের একটি তালিকাও কেন্দ্রকে পাঠিয়েছেন জগন রেড্ডি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মনে হয়েছে এই অ্যাপ ও ওয়েবসাইটগুলি অনলাইন গেমিং থেকে শুরু করে অনলাইন বেটিং ও গ্যাম্বলিংয়ের প্রচার ও প্রসার ঘটাচ্ছে।


পেটিএম থেকে শুরু করে ফার্স্ট গেম, মোবাইল প্রিমিয়ার লিগ ও আড্ডা৫২ সহ একাধিক অ্যাপ ও ওয়েবসাইটের নাম ওই তালিকায় রয়েছে। যদিও, আশ্চর্যজনকভাবে স্থান পায়নি ড্রিম ১১, যারা চলতি আইপিএল-এর প্রধান স্পনসর।


এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইন গেমিং সংস্থা হল ড্রিম ১১, যারা ব্যবহারকারীদের ক্যাশব্যাক জেতার সুযোগ দেয়।


কেন্দ্রকে লেখা চিঠিতে রেড্ডি জানিয়েছেন, অর্ডিন্যান্সের মাধ্যমে ১৯৭৪ সালের অন্ধ্রপ্রদেশ গেমিং আইনের সংশোধন করেছেন তাঁরা। সেখানে অনলাইন গেমিং, অনলাইন গ্যাম্বলিং ও বেটিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তাঁর রাজ্য থেকে ওই ওয়েবসাইট ও অ্যাপকে নিষিদ্ধ করতে কেন্দ্র যাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেয়, সেই অনুরোধও চিঠিতে করেছেন জগন রেড্ডি।