নয়াদিল্লি : প্রয়োজন ভেদে অনেককেই খুলতে হয় একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু কাজ ফুরিয়ে গেলে অনেক সময়ই বন্ধ করার বিষয়টা এড়িয়ে যান অনেকে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কিন্তু বাড়তে পারে বিপদ। বিশেষ করে অব্যবহৃত অ্যাকাউন্টের জেরে পড়তে হতে পারে প্রতারণার ফাঁদে।


অনেক সময়ই চাকরি বদলের সময় বেতন পেতে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় অনেককেই। ব্যবসায়ীরাও ব্যবসার সুবিধার জন্য নেন একই পন্থা। কিন্তু চাকরি ছাড়ার পর অনেকেকেই কিন্তু সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভুলে যান। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সুবিধাযুক্ত অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিলে সেক্ষেত্রে এড়ানো যেতে পারে হাজারো সমস্যা।


এমনিতেই বেড়ে গিয়েছে ব্যাঙ্ক ব্যবহারের জন্য প্রত্যেক মাসে নূন্যতম টাকা রাখার পরিমাণ। তাই সেদিক থেকে থাকছে অব্যবহৃত অ্যাকাউন্টে জরিমানার আশঙ্কা। পাশাপাশি মাথায় রাখুন লোন নেওয়ার সময় কিন্তু আপনাকে জানাতে হয় যাবতীয় অ্যাকাউন্টের নথি। সেক্ষেত্রে বন্ধ অ্যাকাউন্টের উল্লেখ করলেই চলে।


অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে আপনাকে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট শাখায়। ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট বন্ধ করার ফর্ম ফিল আপ করতে হয়। যে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছেন, সেখানে থাকা টাকা আপনার চালু অ্যাকাউন্ট নম্বর দিয়ে ট্রান্সফার করে নেওয়া যায়। ক্যাসেও সেই টাকা তুলে নিতে পারেন। তবে সেক্ষেত্রে উচ্চসীমা ২০ হাজার টাকা। তার বেশি টাকা অ্যাকাউন্টে থাকলে বাদবাকিটা পাঠানো হবে আপনার অন্য অ্যাকাউন্টে।


নতুন অ্যাকাউন্ট চালু করার ১৪ দিনের মধ্যে তা বন্ধ করে দিলে দিতে হয় না কোনও জরিমানার টাকা। তবে অ্যাকাউন্ট শুরুর এক বছরের মধ্যে তা বন্ধ করতে চাইলে দিতে হয় কিছু জরিমানা। যা ব্যাঙ্ক ভেদে ভিন্ন। সাধারণত এক বছরের বেশি চলা কোনও অ্যাকাউন্ট বন্ধ করার সময়ও দিতে হয় না কোনও অর্থ।