নয়াদিল্লি: ১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন দেশের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। আজ তাঁর জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

রাষ্ট্রপতি ভবনে তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রামনাথ কোবিন্দ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ডক্টর এপিজে আবদুল কালামকে জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। বৈজ্ঞানিক হিসেবেই হোন বা রাষ্ট্রপতি হিসেবে, ভারতের জাতীয় উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনযাত্রা লক্ষ মানুষকে শক্তি দেয়।


অমিত শাহ টুইটে লিখেছেন, এপিজে আবদুল কালাম এক ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে তাঁর বিরাট ভূমিকা ছিল। বরাবর শক্তিশালী ও আত্মনির্ভর ভারত তৈরি করতে চেয়েছিলেন। বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে তাঁর যোগদান সকলের জন্য প্রেরণাদায়ক হয়ে থাকবে।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে।