পটনা: ‘সংবিধানের ৩৭০ ধারা এতদিন ধরে আমাদের হৃদয়ে ও ভূস্বর্গে রক্ত ঝরিয়েছে’। রবিবার একটি সম্মেলনে ৩৭০ ধারা রদ করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

রাজনাথ আরও বলেন, ‘আমরা চিরকাল ৩৭০ ধারা বিলোপের স্বপ্ন দেখে এসেছি। অবশেষে ৭২ বছর পর আমাদের স্বপ্নপূরণ হল। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন ৩৭০ ধারা সাময়িক। কিন্তু এই ধারা ৬৯ বছর ধরে চালু রইল। নরেন্দ্র মোদির নেতৃত্বে অবশেষে ৩৭০ ধারার অবসান সম্ভব হল।’

জম্মু ও কাশ্মীরে যা যা সন্ত্রাসের ঘটনা ঘটেছে এতদিন, তার জন্য ৩৭০ ধারাকেই দায়ী করেন রাজনাথ। তিনি বলেন, 'সন্ত্রাসের বলি হয়েছেন প্রায় ৪১,৫০০ মানুষ। নিহত হয়েছেন কাশ্মীরে দায়িত্বপ্রাপ্ত প্রায় ৫৫০০ জন নিরাপত্তারক্ষী।'

অন্যান্য দলগুলিকে কটাক্ষ করে রাজনাথ বলেন, ‘বিজেপির বিরুদ্ধে সবসময় অভিযোগ তোলা হয়। বলা হয় বিজেপি সাম্প্রদায়িক দল। প্রত্যেক দলের একবার নিজেদের দিকটা ভেবে দেখা উচিত। বিজেপি যা প্রচার করে তাই বাস্তবেও করে। বিজেপির আদর্শ সমগ্র পৃথিবীর মধ্যে অনন্য।’

এদিন পাকিস্তানকে আক্রমন করতেও ছাড়েননি রাজনাথ। তিনি বলেন, 'আগামী ৫ বছরের মধ্যেই কাশ্মীর আবার ভূস্বর্গে পরিণত হবে। ১৯৬৫ ও ১৯৭১ সালে পাকিস্তান যে ভুল করেছিল তা যদি আবার পুনরাবৃত্তি করতে যায় তার ফল ভোগ করতে হবে পাকিস্তানকেই। যদি বেলুচিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তান খারাপ ব্যবহার করে তাহলে যেন তার পরিণতির জন্য তৈরি থাকে। আর আমরা প্রথম থেকেই বলে আসছি, পাকিস্তানে সন্ত্রাসবাদ সম্পূর্ণ উৎখাতের পরই পাক অধিকৃত কাশ্মীর সংক্রান্ত কোনওরকম আলোচনা হতে পারে।'