নয়াদিল্লি: অনিচ্ছাকৃতভাবে ডোপিংবিরোধী নিয়ম ভঙ্গ করার দায়ে ২০১২ সালে তাঁকে অর্জুন পুরস্কারের মনোনয়নে উপেক্ষা করা হয়েছিল। তবু আক্ষেপ নেই ভারতীয় বক্সার অমিত পঙ্গহলের। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে যিনি রুপো জিতেছেন। অমিত বরং তাঁর কোচের স্বীকৃতি চান। তাঁর আবেদন, তাঁর কোচ অনিল ধনকড়কে দ্রোণাচার্য দেওয়া হোক।
প্রথম ভারতীয় বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো জিতে ফিরেছেন অমিত। এশিয়ান গেমস ও এশীয় চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছেন। তবে সাত বছর আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। চিকেন পক্সের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের দিকেই আঙুল উঠেছিল।
পঙ্গহল বলেছেন, ‘আমি নিজের পুরস্কার নিয়ে ভাবি না। তবে আমার শৈশবের কোচ অনিল ধনকড়কে দ্রোণাচার্য দেওয়া হলে কৃতজ্ঞ থাকব। আমাকে ছোট থেকে তৈরি করেছেন আর উনি না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছতাম না।’
অমিত আরও বলেছেন, ‘২০০৮ সালে বক্সিং শুরু করেছিলাম। সেই থেকে অনিল স্যার আমার মেরুদণ্ড। এখনও আমার কোনও পরামর্শ দরকার হলে স্যারের দ্বারস্থ হই। উনি পুরস্কার পেলে সেটা আমারও স্বীকৃতি হবে। নিজে পুরস্কৃত হওয়ার চেয়েও বেশি খুশি হব।’
ছাত্রের কথা শুনে ধনকড় আপ্লুত। অমিতের শৈশবের গুরু বলেছেন, ‘২০০৫ সাল থেকে ওকে চিনি। ও আমার সন্তানের মতো। আমি ওকে নিয়ে গর্বিত।’
জাতীয় বক্সিং সংস্থা জানিয়েছে, অর্জুন পুরস্কার না পাওয়া পর্যন্ত তারা প্রত্যেক বছর অমিতের নামই পাঠাতে চায়। যদিও অমিত বলেছেন, ‘দেশের হয়ে পদক জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বীকৃতি আমার কাছে কিছুই নয়।’
ব্যক্তিগত পুরস্কারের প্রয়োজন নেই, আমার কোচকে দ্রোণাচার্য দিলে কৃতজ্ঞ থাকব, আবেদন পঙ্গহলের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2019 05:38 PM (IST)
জাতীয় বক্সিং সংস্থা জানিয়েছে, অর্জুন পুরস্কার না পাওয়া পর্যন্ত তারা প্রত্যেক বছর অমিতের নামই পাঠাতে চায়
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -