হিউস্টন: আজ ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের জন্য মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে পৌঁছানো ইস্তক তাঁর অনেক কর্মসূচী, অনেক ব্যস্ততা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ছোট্ট একটা অভিব্যক্তি নজর কাড়ল নেটিজেনদের। ‘মাটির মানুষ’ বলে প্রশংসাও কুড়োলেন অজস্র।


স্থানীয় সময় শনিবার সকালে হিউস্টনে বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসছেন নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির আমেরিকার সরকারি প্রতিনিধিরা। করর্মদনের পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পুষ্প স্তবক। হঠাৎ স্তবক থেকে খুলে কার্পেটের ওপর পড়ে যায় একটি পাতার অংশ। সঙ্গে সঙ্গে নীচু হয়ে সেই অংশটি কুড়িয়ে নেন মোদি। তারপর দিয়ে দেন তাঁর এক নিরাপত্তারক্ষীর হাতে।




এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয় ইন্টারনেটে। নেটিজেনরা টুইটারে মন্তব্য করেন, ‘পায়ের তলায় পাতার অংশটি পিষে না ফেলে হাতে তুলে সরিয়ে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর এই অভিব্যক্তি ‘স্বচ্ছ ভারত অভিযান’কেই ত্বরাণ্বিত করবে’। অনেকে প্রশংসা করেন মোদির উপস্থিত বুদ্ধিরও।

অপর একজন লেখেন, ‘তোড়া থেকে পড়ে যাওয়া ফুলটি কুড়িয়ে নিয়ে নিরাপত্তারক্ষীর হাতে দিয়ে দিলেন মোদি। তাঁর এই কাজই প্রমাণ করে তিনি কতটা সাধারণ।’

কিছু নেটিজেন টুইটারে লেখেন, ‘কোনওরকম নিয়মের পরোয়া না করেই পড়ে যাওয়া পাতাটি কুড়িয়ে নিলেন মোদি। নেহাতই মাটির মানুষের মতো কাজ।’

আজ হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’  সম্মেলনে আমেরিকায় বসবাসকারী ৫০ হাজার ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউ ডু ইউ ডু মোদি'-ই স্থানীয় ভাষায় হাউডি মোদি।