নয়াদিল্লি: দিল্লিতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিজেপি নেতা মনোজ তেওয়ারির সঙ্গে বাকযু্দ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। দিল্লি বিজেপির সভাপতি তেওয়ারি অতীতে বেশ কয়েকবার দেশের রাজধানীতেও অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলে দাবি করে সেখানেও এনআরসি প্রক্রিয়া চালুর পক্ষে সওয়াল করেছেন। পাল্টা কেজরিবালের কটাক্ষ, দিল্লিতেও এনআরসি হলে প্রথমেই শহর ছাড়তে হবে তেওয়ারিকে! আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি নেতাকে বিঁধেছেন তিনি।
গত মাসেও রাজধানীতে এনআরসি চেয়ে সরব হন তেওয়ারি। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলে, রাজধানীতে ‘বেআইনি অনুপ্রবেশকারীদের’ দাপটে ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি হয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, দিল্লিতে এনআরসি চাই। এখানে জমিয়ে বসা বেআইনি অনুপ্রবেশকারীরা সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। আমরা এখানেও এনআরসি চালু করব। বাংলাদেশি ও রোহিঙ্গাদের উল্লেখ করেন তিনি।
অসমে এনআরসি প্রক্রিয়াকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষাপটেই তেওয়ারিকে কটাক্ষ করলেন কেজরিবাল। অসমে গত মাসে প্রকাশিত চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষের বেশি লোকের নাম বাদ গিয়েছে।
পাল্টা কেজরিবাল ‘মানসিক ভারসাম্য’ হারিয়েছেন বলে কটাক্ষ করেছেন তেওয়ারি। দিল্লির নির্বাচিত সাংসদ বলেছেন, অন্য রাজ্য থেকে যাওয়া লোকজনকে আপনি (দিল্লির মুখ্যমন্ত্রী) বিদেশি মন করেন! দিল্লি থেকে তাঁদের বিতাড়ন চান আপনি। তো আপনিই তাঁদের একজন। এটাই ওঁর উদ্দেশ্য হয়ে থাকলে বলব উনি মানসিক স্থিরতা হারিয়েছেন। কী করে এটা হয় যে, একজন আইআরএস অফিসার এনআরসি কী জানেন না?