নয়াদিল্লি: দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা। তৃতীয় বার ক্ষমতায় ফিরলে নরেন্দ্র মোদি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু মমতাই নয়, বেছে বেছে বিরোধী শিবিরের জনপ্রিয় নেতাদের সকলকে মোদি জেলে পুরবেন বলে দাবি করেছেন তিনি। (Arvind Kejriwal)
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় একদিন আগেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে কেজরিওয়ালের। এর পর শনিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। এদিন কেজরিওয়াল বলেন, "এবার জিতে ফিরলেই বিরোধী শিবিরের নেতাদের জেলে ভরবেন আবারও। নিজের দলের নেতাদেরও মুছে ফেলবেন।" (Mamata Banerjee)
কেজরিওয়ালের বক্তব্য, "আজ মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহ, সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরেছেন, হেমন্ত সোরেনকে জেলে পুরেছেন, মমতাদির মন্ত্রীদের জেলে পুরেছেন, এমকে স্ট্যালিনের মন্ত্রীদের জেলে পুরেছেন। কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়েছেন এখন। এবার যদি নির্বাচনে জেতেন, আমি লিখে দিচ্ছি আগামী দিনে মমতাদি জেলে থাকবেন, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে জেলে থাকবেন।"
আরও পড়ুন: Arvind Kejriwal: 'আডবানি, জোশী, শিবরাজের পর যোগীর পালা, এবার জিতলেই ছাঁটবেন মোদি', বললেন কেজরিওয়াল
কেজরিওয়ালের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "জামিনে মুক্তি পাওয়া কেজরিওয়াল বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে মমতাও জেলে যাবেন। ওঁর মুখে ফুল-চন্দন পড়ুক। গোটা বাংলা তাা-ই চাইছে। পিসি জেলে যাক, ঠগী পিসি জেলে যাক।"
এ প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, "বিরোধী নেতাদের জেলে পাঠানোর উত্তরাধিকার অর্জন করে ফেলেছেন মোদি। নরেন্দ্র মোদি প্রতিহিংসা পরায়ণ, কেজরিওয়ালের এই মন্তব্যের সঙ্গে আমি একমত। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতি যদি দুর্বলতা দেখান কেজরিওয়াল, মমতার জেল যাওয়াকে যদি সোরেনের জেল যাওয়ার তুলনা করেন, আমায় মাফ করবেন। মমতা আর সোরেনকে এক তালিকাভুক্ত করবেন না। তাহলে বাংলার মানুষ আপনাকে ভুল বুঝবে।"
যদিও তৃণমূলের কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারও নেই। বিজেপি-র তরফে বিরোধীদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, তার মুখোশ খুলে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যত চক্রান্তই করুক বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শের ক্ষমতা নেই বিজেপি বা তৃণমূলেরর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কেউ।"