কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ আসাদুদ্দিন ওয়েইসির। মুখ্যমন্ত্রী গতকালই নাম না করে ওয়েইসির দল মিম-কে নিশানা করেন, বলেন, বিজেপি মুসলিম ভোট ভাঙতে হায়দরাবাদ থেকে কোটি কোটি টাকা খরচ করে একটি পার্টিকে ডেকে আনছে! আজ ওয়েইসির জবাব, আসাদুদ্দিন ওয়েইসিকে টাকা দিয়ে কেনার মতো কেউ এখনও জন্মায়নি। মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বা জাগির নয় বলেও মন্তব্য করেন ওয়েইসি। বলেন, ওনার অভিযোগ ভিত্তিহীন., উনি অস্থির হয়ে উঠেছেন। মমতা আগে নিজের ঘর সামলান, সেদিকে নজর দিন। ওনার দল ছেড়ে কতজন বিজেপিতে চলে যাচ্ছেন। বিহারের ভোটারদের, যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের উনি অপমান করেছেন।


প্রসঙ্গত, মিম বিহার বিধানসভা ভোটে ভাল ফল করেছে, মুসলিম অধ্যুষিত বিহারের সীমাঞ্চল এলাকায় ৫টি আসনে জিতে তাক লাগিয়ে দিয়ে ঘোষণা করেছে, ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে। মমতা তার প্রেক্ষিতেই গতকাল জলপাইগুড়ির সভায় বিজেপিকে আক্রমণ করে মুসলিম ভোট কাটতে কোটি কোটি টাকা ঢেলে হায়দরাবাদ থেকে একটি দলকে নিয়ে আসার অভিযোগ তুলেছেন। বলেছেন, বিজেপির প্ল্যান হল, ওরা হিন্দু ভোটে থাবা বসাবে, হায়দরাবাদের দলটা মুসলিম ভোট কাটবে। সাম্প্রতিক বিহার নির্বাচনেও ওরা একই কাজ করেছিল। ওরা বিজেপির বি-টিম।
ওয়েইসি মমতার নিশানার মুখে ট্যুইট করেছেন, এখনও পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার অনুগত মীরজাফর, সাদিকদের নিয়ে চলেছেন। যে মুসলিমরা নিজেদের কথা ভাবেন, নিজেরা সরব হন, তাঁদের আপনি পছন্দ করেন না। বিহারে আমাদের ভোটারদের অপমান করেছেন আপনি। মনে রাখবেন, বিহারে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ‘ভোটকাটুয়াদের’ ঘাড়ে দোষ দিয়ে গিয়েছে যে দলগুলি, তাদের কী হাল হয়েছে। মুসলিম ভোট আপনার জাগির নয়!
২৯৪ আসনের রাজ্য় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে সামনের বছর এপ্রিল বা মে মাসে।
বেশ কিছুদিন ধরেই রাজ্য-রাজনীতি সরব মিমকে ঘিরে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, মালদহ সহ জেলায় জেলায় তারা সংগঠন গুছোনোর কাজ শুরু করে দিয়েছে।