নয়াদিল্লি: প্রথম শ্রেণির ক্রিকেটে আবার ফিরে আসছেন সুরেশ রায়না। উত্তরপ্রদেশের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টে খেলবেন বলে শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের ঘরোয়া ক্রিকেট সিজন শুরু করতে চাইছে বিসিসিআই। যদিও বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর তার ঠিক আগেই রায়না ঠিক করেছেন তিনি উত্তরপ্রদেশের হয়ে মাঠে নামবেন। তার প্রস্তুতির জন্য উত্তর প্রদেশের ক্যাম্পেও যোগ দেবেন।
ঘনিষ্ঠ সূত্রে খবর, রায়না এই সপ্তাহের শেষে শনিবারেই কানপুর পৌঁছে যাবেন। তিনি ১৩ এবং ১৫ তারিখ প্রস্তুতি ম্যাচেও নামবেন বলে শোনা গিয়েছে। নিকটজনদের রায়না জানিয়েছেন তাঁর লক্ষ্য উত্তর প্রদেশকে আরও একটা ট্রফি দেওয়া। এই টুর্নামেন্ট শেষ হলে তিনি আগামী বছরের আইপিএলের জন্য নিজেকে তৈরি করবেন।
প্রসঙ্গত, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই দিনে ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। জানিয়েছিলেন, তিনি আর দেশের হয়ে খেলবেন না। এর কিছু পরে রায়না আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেও ধোনির দলের হয়ে নামেননি। ক্রিকেট টুর্নামেন্টেটি শুরুর আগেই পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফেরেন তিনি। তারপর থেকে আর মাঠে দেখা যায়নি রায়নাকে। রায়না হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মুষড়ে পড়েছিলেন এই ফ্ল্যামবয়েন্ট ব্যাটসম্যানের ভক্তরা। তাঁরা আইপিএলের জন্য অপেক্ষা করে তাতেও হতাশ হন। এ বার উত্তর প্রদেশের হয়ে টি-২০ টুর্নামেন্টে রায়না মাঠে ফেরার খবরে উত্তেজিত ফ্যানরা। অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে যা রায়নার, যা তিনি এখনই সবটা প্রকাশ করছেন না।


এর আগে জানা গিয়েছিল যে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতার জন্য পঞ্জাবের সম্ভাব্য দলে রাখা হয়েছে যুবরাজ সিংহকে। ফলে ২০১১ বিশ্বকাপের নায়ককে ফের ২২ গজে দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
যুবরাজও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার কথা আগেই জানিয়েছিলেন।