কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরণের পর এবার শুভেন্দু অধিকারী –সুনীল মন্ডল সাক্ষাৎ? আজ দুপুরেই বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদের বাড়ি যেতে পারেন শুভেন্দু।
তাহলে কী এবার শুভেন্দুর পথেই বর্ধমান পূর্বের সাংসদ? সূত্রের খবর, শুভেন্দু-সাক্ষাৎ নিয়ে ঘনিষ্ঠমহলে সুনীল বলেছেন, ‘ শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, এখনও কোনও সিদ্ধান্ত নিই নি।’
শুভেন্দু, রাজীবের পর ইতিমধ্যেই বেসুরো বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। বলেছেন, দলে তোলাবাজরা পদ পাচ্ছে। দলের বিরুদ্ধে মুখ খোলার পরের দিনই কাঁকসা থানার সামনে ও সাংসদের বাড়ির আশপাশের এলাকায় একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, ‘সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই’। শুভেন্দু-সুনীল পোস্টার দেখা যাওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।
কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সমর্থনে পোস্টার পড়েছিল দুর্গাপুরে। পোস্টারে লেখা ছিল ‘শুভেন্দুর সঙ্গে দেখতে চাই’।
এ ব্যাপারে সুনীল বলেছিলেন, এটা সব জায়গাতেই পড়ছে, যে যাকে ভালবাসে সে তার পোস্টার লাগিয়ে দিচ্ছে, পাবলিককে তো আর আটকানো যাবে না, দলের বিরুদ্ধে কিছু কিছু ক্ষোভ আছে, সেগুলিই বেরিয়ে আসছে।তাঁর এই মন্তব্য জল্পনা উস্কে দিয়েছিল।


শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই জানা গিয়েছে যে,শুভেন্দু অধিকারীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যেই জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই দাবি। ১৮ বা ১৯ ডিসেম্বর শুভেন্দু দলবদল করতে পারেন বলে জল্পনা।