নয়াদিল্লি: মহা ধুমধামের সঙ্গে দেশব্যাপী পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর, এদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে নয়াদিল্লির রাজপথে সামরিক কুচকাওয়াজ। বিশ্বের সামনে দেশের সামরিক ক্ষমতা তুলে ধরে ভারত। আর এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ হল মিশন শক্তির অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল (এস্যাট) এবং এয়ার ডিফেন্স ট্যাক্টিকাল কন্ট্রোল রেডার (এডিটিসিআর)। এই দুটি ৭১ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ হতে চলেছে।
গত বছরের ২৭ মার্চ, ভারত সফলভাবে এই  অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা চালায়। একটি বিকল উপগ্রহকে সাফল্যের সঙ্গে ভূপৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটার ওপরে (লো-আর্থ অরবিট) গিয়ে ধ্বংস করে এই ক্ষেপণাস্ত্র। ডিআডিও সূত্রে জানানো হয়েছিল, এস্যাট মিসাইল অত্যন্ত নিখুঁত। এই প্রযুক্তি ভারতে এই প্রথম। একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল বিপক্ষ উপগ্রহকে ধ্বংস করতে সক্ষম।
এই সফল পরীক্ষার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের সঙ্গে একাসনে বসে ভারত। কারণ, এতদিন এই তিন দেশের কাছেই এই প্রযুক্তি  ছিল। এখন ভারত চতুর্থ দেশ, যারা এই প্রযুক্তি রপ্ত করল। ডিআরডিও জানিয়েছে, মাত্র দুবছরের রেকর্ড সময়ে এই মিসাইলের পরিকল্পনা থেকে শুরু করে নকশা থেকে উৎক্ষেপণ-- সবকিছু সম্পন্ন হয়েছে।
এর পাশাপাশি, এদিনের কুচকাওয়াজে অংশ নেয় য়ার ডিফেন্স ট্যাক্টিকাল কন্ট্রোল রেডার। এই রেডারের বিশেষত্ব হল যে কোনও ধরনের নজরদারি, ফ্রেন্ড অর ফো (বন্ধু না শত্রু) অর্থাৎ, আকাশে নিজ বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্রের সঙ্গে শত্রুর বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্রের মধ্যে চিহ্নিতকরণ ও পার্থক্যকরণ, ট্র্যাকিং, পার্থক্যকরণ এবং শত্রুর কোনও বস্তু আকাশসীমায় ঢুকলেই সঙ্গে সঙ্গে সেই বার্তা মাল্টিপল কমান্ড পোস্ট ও উইপন সিস্টেমের কাছে পৌঁছে দেওয়া।
ডিআরডিও সূত্রে খবর, অত্যন্ত ক্ষুদ্র ও কম উচ্চতা দিয়ে চলা বস্তুও এই রেডারকে ফাঁকি দিতে পারবে না। এই রেডারে অত্যাধুনিক অ্যাক্টিভ ফেজড অ্যারে রেডার প্রযুক্তিকে ব্যবহার করা হয়। ডিজিটাল বিম ফর্ম্যাটিং-এর মাধ্যমে তা কাজ করে। এই সিস্টেমে রয়েছে-- ৪ডি রেডার, পাওয়ার অ্যান্ড কুলিং সিস্টেম, ওপারেটল শেল্টার, কমিউনিকেশন ইক্যুইপমেন্ট। দুটি উচ্চক্ষমতা সম্পন্ন গাড়িতে এই রেডার বসানো রয়েছে। এই রেডারের বিশেষত্ব হল- সমতল থেকে মরুভূমি, সমুদ্র থেকে পার্বত্য --এটি যে কোনও আবহাওয়া ও অঞ্চলে সমান কার্যকর।



ASAT, Anti Satellite Missile, Mission Shakti, ADTCR, Defence Research and Development Organisation (DRDO), Air Defence Tactical Control Radar (ADTCR)