নয়াদিল্লি: সীমান্তরক্ষী বাহিনীদের জন্য এবার গান গাইবেন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।
অরুণাচলপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সীমান্তে আধাসামরিক বাহিনীর জন্য পারফর্ম করবেন ৮২ বছরের এই সঙ্গীতশিল্পী।
গত ছয় দশক ধরে তাঁর কণ্ঠ মাতিয়ে রেখেছে দেশবাসীকে। এবার সেনাবাহিনীর জন্য গান গাইতে চান তিনি। এছাড়া ওয়াঘা সীমান্তে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আশা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, মহারাষ্ট্রে সম্প্রতি একটি সঙ্গীতানুষ্ঠানে এই ইচ্ছার কথা প্রকাশ করেন আশা ভোঁসলে।
আশা ভোঁসলের এই ইচ্ছেয় ভীষণই খুশি রিজিজু। তিনি বলেন, আশাজীর এই প্রস্তাবে তিনি মুগ্ধ। কৃতজ্ঞতাও জানিয়েছেন রিজিজু। তিনি বলেছেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে।
আধাসামরিক বাহিনীর জন্য সীমান্তে সঙ্গীতানুষ্ঠান করবেন আশা ভোঁসলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 05:08 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -