নয়াদিল্লি: পর পর ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন আগেই। এবার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনার শিকার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশ্ব পর্যটন দিবসে ভারতীয় রেলের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন অশ্বিনী। কিন্তু ওই ভিডিও-য় বন্দেভারত হিসেবে যে ট্রেন দেখানো হয়, তার গায়ে স্পষ্ট লেখা ছিল Peru Rail. তাই পেরুর ট্রেনকে নিজের কৃতিত্ব হিসেবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। (Ashwini Vaishnaw)


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট X-এ ভারতীয় রেলের ভিডিও পোস্ট করেন অশ্বিনী। বন্দেভারত, অমৃত ভারত এবং নমো ভারতের মতো ট্রেন ভারতীয় পর্যটনে জোয়ার এনেছে বলেই বার্তা দেন তিনি। কিন্তু সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। কারণ ভিডিও শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় যে ট্রেনটিকে দেখানো হয়, তার গায়ে ইংরেজি হরফে Peru Rail লেখা ছিল। (Indian Railways)


বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্য দেশের ট্রেনকে নিজেদের বলে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন, প্রশ্ন তোলেন অনেকেই। রেলমন্ত্রীকে অনেকে 'রিলমন্ত্রী' বলেও কটাক্ষ করেন। ভুল বুঝতে পেরে এর পর ভিডিওটি তুলে নেন অশ্বিনী। পরে ফের একটি ভিডিও পোস্ট করেন, যাতে বিদেশি ট্রেনের অংশটি বাদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বন্দেভারত এবং যাত্রীদের উচ্ছ্বাস দেখানো হয় নতুন ভিডিওটিতে। 



কিন্তু রেলমন্ত্রী পরে ভিডিওটি তুলে নিলেও, ততক্ষণে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেটি। কটাক্ষ করে কেউ লেখেন, 'ওঁদের সরকার আবার ফ্যাক্ট চেকিং ইউনিট খুলতে চাইছিল। আজব মস্করা।' আর একজন লেখেন, 'মন্ত্রীরা নিজেদের রিলটুকুও সামলাতে পারেন না। নিজেদের হাতে থাকা দফতরও যে সামলাতে পারেন না, তাতে আর অবাক হওয়ার কী আছে'?


মুম্বই কংগ্রেসের প্রধান বর্ষা একনাথ গায়কোয়াড়ও এ নিয়ে অশ্বিনীকে কটাক্ষ করেন। তিনি লেখেন, 'রিলমন্ত্রী ট্যুইট মুছে দিয়েছেন। ওঁর পোস্ট করা ভিডিও-র স্ক্রিন রেকর্ডিং যদিও রয়েছে। বিদেশ-বিভুঁইয়ের রেলমন্ত্রকের কাজের কৃতিত্ব কীভাবে দাবি করছে ওঁর মন্ত্রক, তা স্পষ্ট। স্পষ্ট বোঝা যাচ্ছে, রেল সামলানো ওঁদের কম্মো নয়। এখন রিলও বানাতেও হিমশিম খেতে হচ্ছে'। এ নিয়ে অশ্বিনী কোনও মন্তব্য করেননি যদিও।