প্রকাশ সিনহা,কলকাতা: সামনেই বিধানসভা ভোট ৷ তার আগে ফের সারদা-তদন্তে সক্রিয় হল CBI। সারদাকাণ্ডে এই প্রথম কারও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয় প্রাক্তন তৃণমূল নেতা ও একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ আসিফ খানকে। সিবিআইয়ের দাবি, কলকাতা থেকে পালানোর আগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন সুদীপ্ত সেন।


সারদা তদন্তে তাদের হাতে একটি অডিও টেপ এসেছে। মনে করা হচ্ছে, সুদীপ্ত সেনের সঙ্গে প্রভাবশালীদের যে বৈঠক হয়, এটি সেই বৈঠকের অডিও টেপ। সূত্রের খবর, সেই অডিও টেপের কণ্ঠস্বর পরীক্ষা করতেই নমুনা সংগ্রহ করা হয়। ভয়েস রেকর্ডের পাশাপাশি আসিফ খানের বয়ান রেকর্ডও করে CBI।


সিবিআই সূত্রে খবর, রেকর্ড করা নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। শুধু আসিফ খানই নন, শীঘ্রই আরও কয়েক জনকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হবে।


বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন আসিফ ৷ সাংবাদিকদের জানান, ‘‘ছয় সাত বছর আগেকার ঘটনা। ঠিক মনে নেই। তবুও আমি ভয়েস স্যাম্পেল দিলাম। ওনারা দেখে বলুক কোথাকার কি আছে। কেস ফাইনাল চার্জশিটে আছে। এই সময় আমার জিজ্ঞাসা করাও ঠিক নয় কেন নেবেন কি কারণে নেবেন, কি কারণে নেবেন। আমার সারদাতে কোনও রোল নেই। আমি ততটাই কাজ করেছি যতটা আমাকে বলা হয়েছিল। এর বেশি আমার কিছু করার নেই। যতটা করেছি এতটা ওনারাও জিজ্ঞাসা করেছেন। এনাদেরও বলেছি। তদন্তে যেখানে যা সাহায্য লাগবে, যখন লাগবে এনারা যদি মনে করেন ডেকে পাঠাবেন ৷ আমি চলে আসবো। আমার মনে হচ্ছে যাদের ভয়েস আছে তাদের চিহ্নিত করে ফেলেছেন এনারা। তাদের মধ্যে একটা লোককে দিয়ে আইডেন্টিফাই করতে হয়। সেই কারণে আমাকে নিল। এটা কোথাকার মিটিং, কী মিটিং ? আমার জানা সম্ভব নয়। আমি তখন ভালমতোই মুকুল রায়ের সঙ্গে পার্টি করি।’’