গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে অসমে এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। সরকার পরিচালিত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে এই কথা জানানো হয়েছে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হওয়ার পর থেকেই অসম সহ উত্তর-পূর্বের একাধিক জায়গায় প্রতিবাদ-বিক্ষোভে গর্জে ওঠেন অসমবাসী। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে।
গত ১২ তারিখ বিলে অনুমোদন দিয়ে তা আইনে পরিণত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, ধর্মীয় অসহিষ্ণুতার জেরে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে পালিয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা সেখানকার সংখ্যালঘু-- যথাক্রমে হিন্দু, খ্রীশ্চান, শিখ, বৌদ্ধ ও পারসি--এই ধর্মবালম্বীদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে।
এদিকে, অসমের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, অসমের ভৌগলিক অবস্থান দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক। একদিকে কাশ্মীর। অন্যদিকে অসম এখন নতুন কাশ্মীর।
নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদের আঁচ এদিন দেখা গিয়েছে অসম গণপরিষদের সদর দফতরের বাইরে। সংসদে নাগরিকত্ব বিলের সমর্থন করার জন্য এদিন গুয়াহাটিতে অগপ-র সদর দফতরের বাইরে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন নিচুতলার কর্মীরা।
নাগরিকত্ব সংশোধনী আইন: প্রতিবাদ-বিক্ষোভে অসমে মৃত ৩, আহত ২৭
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2019 02:14 PM (IST)
সরকার পরিচালিত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে এই কথা জানানো হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -