নয়াদিল্লি: ২টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না, অসম সরকারের এই সিদ্ধান্তকে ‘নির্মম’, ‘অসাংবিধানিক’ বললেন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। অসমের বিজেপি সরকার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, দুটির বেশি বাচ্চা যেসব দম্পতির, তাদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। ২০২১-এর ১ জানুয়ারির পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে অসম সরকার। এর প্রতিক্রিয়ায় রাওয়াত বলেছেন, এটা সঠিক সিদ্ধান্ত নয়, মৌলিক অধিকারের পরিপন্থী, অসাংবিধানিক। এটা নির্মম সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সন্ধ্যায় বসা মন্ত্রিসভার বৈঠকে অসম সরকার নতুন জমি নীতিও গ্রহণ করেছে, যাতে রাজ্যের ভূমিহীন ভূমিপুত্রদের তিন বিঘা কৃষিজমি ও বাড়ি তৈরির জন্য আধ বিঘা জমি দেওয়া হবে। ১৫ বছর সেই জমি বিক্রি করা যাবে না। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জনসংযোগ সেলের তরফে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ছোট পরিবার নীতি মেনেই সরকারি চাকরির ক্ষেত্রে দুটি সন্তানের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল। ২০১৭-র সেপ্টেম্বর অসম বিধানসভায় ‘অসমের জনসংখ্যা ও মহিলা ক্ষমতায়ন পলিসি’ প্রস্তাব পাশ হয়। তাতে স্পষ্ট বলা হয়, সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু দুই সন্তানের বাবা-মা যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন, বর্তমানে কর্মরত সরকারি কর্মীদেরও দুই সন্তান নীতি কঠোর ভাবে মানতে হবে।