গুয়হাটি : ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্য সহ গোটা দেশে। তাই নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে অসমে বিজয় মিছিল করবে না বিজেপি। জয়ের ইঙ্গিত মিলতেই গেরুয়া শিবিরের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা PTI-কে রাজ্য বিজেপির মুখপাত্র রুপম গোস্বামী জানান, দলীয় সমর্থকদের বলা হয়েছে, নির্বাচন কমিশন করোনা সংক্রান্ত যে গাইড লাইন দিয়েছে তা মেনে চলতে। তাঁরা যেন গুয়াহাটিতে দলের রাজ্য কার্যালয়েও জড়ো না হন।
এবার অসমে AGP এবং ইউনাইটেড পিপলস' পার্টি লিবারেলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে বিজেপি। অন্যদিকে কংগ্রেস অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং অন্য আরও কয়েকটি দলের সঙ্গে গাঁটছড়া বাঁধে।
অসমে ১২৬ আসনের বিধানসভা। ইতিমধ্যে বিজেপি দুটি আসনে জয়লাভ করেছে। ৭৩টি আসনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কাজেই, টানা দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত রয়েছে গেরুয়া শিবিরের পক্ষে।
প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পর যাতে কোনও বিজয় মিছিল বা জমায়েত না করা হয়, তার জন্য রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়েছে নির্বাচনী প্যানেল। আজ যেসব রাজ্যে গণনা হচ্ছে, সেখানকার মুখ্যসচিবদের কমিশনের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, উৎসাহীদের মিছিল করা রুখতে ব্যর্থ হবে যে সব থানা তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় প্রশাসন। এক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ এবং অন্য আইন অনুযায়ী যেন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে পুলিশ আধিকারিকদের সাসপেন্ডও করা যেতে পারে।