বিজনোর: দেশে করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ উত্তর প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি দু’জন সদ্য বিবাহিত যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বিজনোরের এক বাসিন্দার বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় ৷


গত মঙ্গলবার বিয়ে হওয়ার পর কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবারই মৃত্যু হয় ২৮ বছরের এক যুবকের ৷ জ্বর আসার পরেই তাঁর কোভিড পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট পজিটিভ আসে ৷ বিয়ের তিন দিনের মাথায় করোনা কেড়ে নেয় ওই যুবকের প্রাণ ৷ তিনি পকবারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মৃতের স্ত্রীর বাড়ি গাজরৌলা পুলিশ স্টেশনে ৷


এর পাশাপাশি বিজনোরের জাটান এলাকায় আরও একজনের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নাম অর্জুন কুমার ৷ তাঁরও সদ্য বিয়ে হয়েছিল ৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনা সংক্রান্ত সব বিধি মেনেই তাঁদের ছেলের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ বিয়েতে অনেক কম সংখ্যক নিমন্ত্রিতরা এসেছিলেন ৷ কিন্তু তারপরেও করোনাই কেড়ে নিল যুবকের প্রাণ ৷ অর্জুনের শ্বাসকষ্ট এবং জ্বর বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু ডাক্তাররা তাঁকে আর বাঁচাতে পারেননি ৷ বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্জুন কুমারের ৷


বিজনোরের জেলা প্রশাসক রামাকান্ত পান্ডে বলেন, ‘‘ আমরা প্রত্যেক ব্যাঙ্কোয়েট হলের মালিকদের জানিয়েছিলাম সব কোভিড-বিধি মেনে চলতে ৷ আমাদের টিম সব অনুষ্ঠানে নজর রাখছে ৷ এই বিয়ের মরশুমে যাতে কোনওভাবেই কোভিড-বিধি ভঙ্গ না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷’’


করোনা সংক্রমণ রুখতে দেশের বহু রাজ্যে জারি হয়েছে কার্ফু। দিল্লিতে চলছে লকডাউন এবং বাংলাতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। কিন্তু দেশের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫জন।