পুরী: বেড়াতে গিয়ে পুরীতে ছিনতাইবাজদের কবলে বাঙালি পর্যটক। বাধা দেওয়ায় আহত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। থানায় অভিযোগ দায়ের। আটক এক।

আক্রান্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম দেবজিৎ মুখোপাধ্যায়ের দাবি, মঙ্গলবার সন্ধে ৭.৩০টা নাগাদ। হোটেল থেকে বেরিয়ে এটিএমে টাকা তুলতে যান তিনি। এটিএম থেকে বেরোনোর পরই বাইকে করে এসে ২ দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ায় বাইকের পিছনে থাকা এক দুষ্কৃতী পড়ে যায়। ওই সময় আরেকটি বাইকে থাকা ২ দুষ্কৃতী পিছন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর পরই দেবজিতের মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দেবজিৎ মুখোপাধ্যায় বলেন, “ঘটনা যেখানে ঘটেছে সেটা খুবই জনবহুল জায়গা। দুষ্কৃতী হামলা সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি।”

ঘটনার পর দেবজিৎকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। ১৮ অক্টোবর মা-বাবার সঙ্গে পুরী বেড়াতে যান দেবজিৎ। মঙ্গলবার রাতেই বাড়ি ফিরে আসেন তাঁরা। ঘটনার জেরে পুরীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে দেবজিতের পরিবার। আক্রান্তের বাবা সন্দীপ মুখোপাধ্যায়ের বক্তব্য, “বছরে ২ বার পুরী বেড়াতে যাই। পুরীতে নিরাপত্তা নেই।এরপর পুরী গেলে ভাবতে হবে”।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ওড়িশা পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।