Avinash Pandey: NBDA-এর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত অবিনাশ পান্ডে

NBDA: ২০০৫ সাল থেকে ABP গ্রুপের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ সামলেছেন এবিপি নেটওয়ার্কের CEO অবিনাশ পাণ্ডে।

Continues below advertisement

কলকাতা: এবিপি নেটওয়ার্কের (ABP Network) সিইও অবিনাশ পান্ডে (Avinash Pandey)নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের (News Broadcasters & Digital Association) বা NBDA-এর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

Continues below advertisement

সূত্রের খবর, NBDA-এর ম্যানেজমেন্টে কোনও পরিবর্তন আসেনি। মাত্রুভূমি প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমভি শ্রেয়াংস কুমার (MV Shreyams Kumar) NBDA-এর ভাইস প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নিউজ 24 ব্রডকাস্ট ইন্ডিয়া লিমিটেডের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর অনুরাধা প্রসাদ শুক্লা আগের মতোই এনবিডিএ-র সম্মানিত কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব সামলাবেন।

এদিন নতুন কমিটি তৈরির পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রের (Apurva Chandra) সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন নতুন পদাধিকারীরা।

আগেও গুরুত্বপূর্ণ দায়িত্বে:
এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলেছেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই IAA ইন্ডিয়া চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অবিনাশ পান্ডে। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম দশটি দেশ ছাড়াও, মোট ৭৬টি রাষ্ট্রের কর্পোরেট সংস্থা, তরুণ পেশাদাররা যুক্ত রয়েছেন, এই ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সঙ্গে। ৮০ বছরের পুরনো এই সংস্থার সদর দফতর নিউ ইয়র্কে। ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী বেশ কিছু অ্যাওয়ার্ডস ইভেন্টের জন্যও সুপরিচিত। যেমন সেই তালিকায় রয়েছে IAA লিডারশিপ অ্যাওয়ার্ডস, IAA অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস ইত্যাদি।

আরও পড়ুন: IAA ইন্ডিয়া চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হলেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে

Continues below advertisement
Sponsored Links by Taboola