নয়া দিল্লি: ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (IAA), ভারতীয় চ্যাপ্টারে সভাপতি নির্বাচিত হলেন এবিপি নেটওয়ার্কের CEO অবিনাশ পাণ্ডে। ২০০৫ সাল থেকে ABP গ্রুপের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম দশটি দেশ ছাড়াও, মোট ৭৬টি রাষ্ট্রের কর্পোরেট সংস্থা, তরুণ পেশাদাররা যুক্ত রয়েছেন, এই ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সঙ্গে। ৮০ বছরের পুরনো এই সংস্থার সদর দফতর নিউ ইয়র্কে।


 



ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী বেশ কিছু অ্যাওয়ার্ডস ইভেন্টের জন্যও সুপরিচিত। যেমন সেই তালিকায় রয়েছে IAA লিডারশিপ অ্যাওয়ার্ডস, IAA অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস ইত্যাদি। ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের ভারতীয় চ্যাপ্টারে অন্যান্যদের মধ্যে ফ্রি প্রেস জার্নাল গ্রুপের ডিরেক্টর মিঃ অভিষেক কারনানি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং নন্দিনী দিয়াস সাম্মানিক সচিব পদে নির্বাচিত হয়েছেন।  


ম্যানেজিং কমিটির অন্যান্যরা হলেন, আর কে স্বামী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রীনিবাসন স্বামী, মাথরুভূমি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রেয়ামস কুমার, সাউথ এশিয়া গ্রুপের সিইও প্রশান্ত কুমার, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা এবং দেশদূত মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনক সরদা।