বিজেন্দ্র সিংহ, সঞ্চয়ন মিত্র, অযোধ্যা: ২৪০০ কেজি ঘণ্টার পর এবার ৪০০ কেজির তালা। হায়দরাবাদ (Hyadrabad) থেকে এসেছে ১২৬৫ কেজি ওজনের একটি দৈত্যাকার লাড্ডু। রামলালার (Ram Mandir) উদ্বোধন ঘিরে ঘটনার ঘনঘটা। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু। হেঁশেল ঘুরে দেখল এবিপি আনন্দ। 


সোমবার সেই দিন! অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন। সোমবার প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি, প্রাণপ্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। 


সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় বলে দাবি করেছেন প্রধান পুরোহিত। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। মন্দির উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এরই মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে ৪০০ কেজি ওজনের তালা-চাবি। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। এদিন দেখা গেল ৪০০ কেজির তালা। 


উত্তরপ্রদেশের আলিগড়ের কারিগররা ৬ মাস ধরে এই তালা-চাবি তৈরি করেছেন। সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি। দৈত্যাকার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে তিনদিন। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে দাবি। লাড্ডুর কথা এখানেই শেষ নয়। মন্দির উদ্বোধনের পর বিতরণ করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু। 


করসেবকপুরমের একটি বাড়িতে ৭ জানুয়ারি থেকে শতাধিক কারিগর দেশি ঘি দিয়ে তৈরি করছেন সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু ৬ মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের দিন অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ৭টি লাড্ডু সমেত কৌটো। ৫টি লাড্ডু সমেত কৌটোগুলি থাকছে সাধারণের জন্য।  তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির কমিটির তরফেও অযোধ্যায় রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার।