ব্লুয়েমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে এদিনের ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৫১ রান তুলে নিল টিম ইন্ডিয়া। দলের হয়ে অর্ধশতরান হাঁকালেন অধিনায়ক উধয় সাহরন ও আদর্শ সিংহ। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহরুফ পাঁচ উইকেট তুলে নিলেন একাই।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন আদর্শ সিংহ ও আর্শিন কূলকর্নী। আদর্শ দুর্দান্ত ব্যাটিং করেন এদিন। তবে আর্শিন ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মুশির খানও ৩ রানের বেশি করতে পারেননি। তবে উদয় সহরানকে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখেন আদর্শ। ২ জনে মিলে ১১৬ রানের পার্টনারশিপ যোগ করেন চতুর্থ উইকেটে। শেষ পর্যন্ত ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদর্শ। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। অন্য়দিকে উদয়ও প্রথম ম্য়াচেই অর্ধশতরান পূরণ করেন। তিনিও যদিও শতরান পাননি। ৪টি বাউনড্ারির সাহায্যে ৬৪ রান করেন তিনি। লোয়ার অর্ডারে প্রিয়াংশু মোলিয়া, আরাবলী অভনীশ ও সচিন ধাস মিলে দলের স্কোর আড়াইশোর গণ্ডি পার করিয়ে দেন। বাংলাদেশের মারুফ মৃধা ৮ ওভারে ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট নেন। এছাড়া রিজওয়ান চৌধুরী ও অধিনায়ক মাফিজুর রহমন।
উল্লেখ্য, এবার ভারতের সামনে খেতাব রক্ষার লড়াইও। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন হিসাবেই নামছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। যশ ধূলের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৪ দিন ধরে ১৬ দলের ৪১ ম্যাচের পর নির্ধারিত হবে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা।
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি কোচ থাকাকালীনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যেক ক্রিকেটার একবার করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন। যাতে করে বয়স ভাঁড়ানো নিয়ে অভিযোগ আটকানো যায়।
একটা সময় মনে করা হতো, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরার মঞ্চ। ২০১৮ সালের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এখন ভারতীয় সিনিয়র দলের স্তম্ভ। শুভমন গিল। সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পৃথ্বী শ-ও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন।
মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন আর্শিন কুলকার্নি। মাত্র ৩ ম্যাচ খেলেও ১৯টি ছক্কা মেরে রেকর্ড গড়েন। যে টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, রাহুল ত্রিপাঠিদের মতো তারকাও খেলেছেন। মহারাষ্ট্রের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম ভরসা আর্শিন।