সঞ্চয়ন মিত্র এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, অযোধ্যা: আগামীকাল অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে।             

  


রাম-ময় অযোধ্যায় আজ থেকেই শুরু VVIP-দের আনাগোনা। আমন্ত্রিতের তালিকা দীর্ঘ। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে ৮ হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এর মধ্যে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি-সহ অনেকেই আসছেন না। তবে বলিউড ও ক্রীড়া ব্যক্তিত্বদের প্রায় সবাই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই আজই চলে আসছেন। লখনউয়ে রাত কাটিয়ে কাল সকালে অযোধ্যায় ঢুকবেন। 


মন্দিরে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 


আরও পড়ুন, তামিলনাড়ুতে রামসেতুর নির্মাণস্থলে প্রাণায়াম প্রধানমন্ত্রীর


অন্যদিকে, সাতদিনে সাতরকম পোশাক পরেন রামলালা। আর তা তৈরি করেন বাবুলাল টেলর্সের মালিক শঙ্করলাল। অযোধ্যা শহরের এক গলিতে তাঁর বাস। শঙ্করলাল জানিয়েছেন, সাতদিনে সাত রঙের মণি-মুক্তোখচিত পোশাক পরেন রামলালা। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার শনিবার নীল এবং রবিবার রামলালাকে গোলাপি রঙের পোশাকে সাজানো হয়। শঙ্করলাল জানিয়েছেন, ১৯৮৫ সাল থেকে বাবা-দাদার সঙ্গে রামলালার পোশাক বানাতে শুরু করেন। তবে এবার পোশাকের মাপ নিতে ডাকা হলেও, তাঁর বানানো পোশাক পরছেন নতুন রামলালা। পুরনো রামলালা অবশ্য সাজছেন শঙ্করলালের তৈরি পোশাকেই।                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে