Ram Mandir Inauguration: অযোধ্যায় যেতে চাইছেন? রাম মন্দির উদ্বোধনের দিন সাক্ষী থাকতে চাইছেন সেই বহুকাঙ্ক্ষিত অনুষ্ঠানের? তাহলে এখনই সংগ্রহ করুন অনলাইন পাস। সম্প্রতি রামমন্দির ট্রাস্ট ভক্ত-অনুগামীদের জন্য একটি অনলাইন পাসের ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে নির্বাচিত কিছুজন কেবল ভগবান রামের আরতি চাক্ষুষ করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে সেই পাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোথাও কোনও কাউন্টারে দাঁড়ানো ছাড়াই খুব সহজে উদ্বোধনের দিন আপনি নিজের ও নিজের পরিবারের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে পারেন। কীভাবে করবেন দেখে নেওয়া যাক।
কতগুলি পাস ইস্যু হয়েছে?
রামমন্দির ট্রাস্টের এক সদস্য প্রকাশ গুপ্তা জানিয়েছেন যে, 'মোট যত পাস ইস্যু করা হয়েছে তার মধ্যে মাত্র ২০টি পাস অনলাইনে ছাড়া হয়েছে যার মাধ্যমে ভক্তরা চাইলে আগে থেকে আরতি দেখার জন্য তাদের জায়গা বুক করে রাখতে পারেন। তিনি আরও জানিয়েছেন, যে গতকাল বৃহস্পতিবার থেকেই এই পাসের আবেদন চালু হয়ে গিয়েছে। দিনের মোট তিনটি আরতির মধ্যে প্রতিটির জন্য ২০টি করে পাস অনলাইনে উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে।
কীভাবে আবেদন করবেন?
রামজন্মভূমি তীর্থক্ষেত্রের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org এ গিয়েই অনলাইন পাসের আবেদন করতে হবে।
- রামমন্দির দর্শনের দুটি সময় সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টো থেকে সন্ধে ৭টা।
- তবে মন্দিরে দিনে তিনবার আরতি হয়ে থাকে। ভোর ৬.৩০-এ হয় শৃঙ্গার আরতি, বেলা ১২.৩০টায় হয় ভোগ আরতি এবং সন্ধ্যা ৭.৩০ টায় হয় সন্ধ্যারতি।
কী কী নথি লাগবে?
আরতি দেখার পাসের আবেদনের জন্য মূলত আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মধ্যে যে কোনও একটি নথি থাকলেই হবে। ভেরিফিকেশন বা আবেদন কোনওটাতেই সমস্যা হবে না।
আগামী ২২ জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ramlala Pran Pratishtha) করা হবে। সেই উপলক্ষে বিপুল আয়োজন করা হয়েছে। ট্রাস্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল মকর সংক্রান্তির পরে ১৬ জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিরা আসছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে আরও বহু লোক এখানে এসে পৌঁছবেন। সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে একটি অস্থায়ী শহর (Tent City)। রান্নাঘর, জলের ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, থাকার ব্যবস্থা, হাসপাতাল সব থাকছে। সারা দেশের বেশ কিছু চিকিৎসক এই হাসপাতালে ঘুরিয়ে ফিরিয়ে পরিষেবা দেবেন। সম্প্রতি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র -এর তরফে X হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।