নয়া দিল্লি: অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনকে কেন্দ্র করে দেশে যেন উৎসব আবহ জারি। রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ২২ জানুয়ারি তা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এদিকে, রাম মন্দির উদ্বোধনে চার শঙ্করাচার্যের অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ এবং স্বামী নিশ্চলানন্দ সরস্বতী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে অস্বীকার করেছেন।  


দুই শঙ্করাচার্যদের তরফে বলা হয়েছে, যে সনাতন ধর্মের নিয়মের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তাঁরা ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই অনুষ্ঠানে অংশ নেবেন না তাঁরা। 


স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বুধবার হরিদ্বারে স্পষ্ট করেছেন তাঁর না যাওয়ার বিষয়টি। অন্যদিকে, স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করেছেন। তবে স্বামী ভারতীকৃষ্ণ এবং স্বামী সদানন্দ সরস্বতীর কাছ থেকে কোনও বিবৃতি আসেনি। তাঁরা অংশগ্রহণ করবেন না কি থাকবেন না, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। 


স্বামী অভিমুক্তেশ্বরানন্দ উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কর্মসূচি শাস্ত্র ও নিয়মের পরিপন্থী। তিনি বলেন, রাম মন্দির নির্মাণ কাজ শেষ না করে ভগবান রামের জীবনকে পবিত্র করা সনাতন ধর্মের নিয়মের প্রথম লঙ্ঘন। এর জন্য তাড়াহুড়ো করা উচিত নয়।


স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেন, আমরা ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারি না। শঙ্করাচার্যের কথায়, এখন আমরা চুপ করে থাকতে পারি না। মন্দিরের কাজ শেষ না করে রাম মন্দির উদ্বোধন ও সেখানে ভগবান রামের মূর্তি স্থাপনের ভাবনা ঠিক নয়। তিনি বলেন, যারা অনুষ্ঠানের আয়োজন করছেন তারা হয়তো আমাদের মোদি-বিরোধী বলতে পারেন। তা নয়, তবে আমরা শাস্ত্রের বিরুদ্ধে যেতে পারি না। 


অন্যদিকে কী বলেছেন স্বামী নিশ্চলানন্দ?


স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ওড়িশার জগন্নাথপুরীতে গোবর্ধন পীঠের শঙ্করাচার্য। মন্দির উদ্বোধনে শাস্ত্রের নিয়ম লঙ্ঘনের কথাও বলেছেন তিনি। স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, 'আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বলে আমি রাগান্বিত নই। তবে স্কন্দপুরাণ অনুসারে, নিয়ম ও আচার-অনুষ্ঠান সঠিকভাবে না মানলে মূর্তির মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে। এবং সেই জায়গাটিকে ধ্বংস করে।' 


তবে সঠিক সময়ে রাম মন্দিরে যাবেন বলে জানিয়েছেন স্বামী নিশ্চলানন্দ। তিনি জানিয়েছেন, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন, তবে তিনি এখন মন্দিরে যাবেন না, সনাতন অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন হলে তিনি উপস্থিত থাকবেন। তিনি বলেন  তিনি রামমন্দিরে যাবেন, তবে সঠিক সময়ে। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে বাকি দুই শঙ্করাচার্যের অবস্থান স্পষ্ট করা হয়নি। স্বামী ভারতীকৃষ্ণ হলেন দক্ষিণ ভারতের চিক্কামাগালুরুতে শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য, আর স্বামী সদানন্দ সরস্বতী হলেন পশ্চিমে গুজরাটের দ্বারকায় শারদা মঠের শঙ্করাচার্য।


আরও পড়ুন, আশেপাশের জেলা থেকেও শোনা যাবে রাম মন্দিরের ঘণ্টার আওয়াজ, তৈরি বিশালাকার ধূপকাঠি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে