নয়া দিল্লি: মলদ্বীপ (Maldives)-লাক্ষাদ্বীপ (Lakshadweep) চর্চার মধ্যেই পর্যটকদের জন্য সুখবর আনতে চলেছে ভারতের 'বাজেট এয়ারলাইনস' স্পাইসজেট (Spicejet)। খুব তাড়াতাড়িই তারা লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য দুটি 'বাজেট ফ্রেন্ডলি' বিমান পরিষেবা চালু করতে চলেছে বলে জানিয়েছেন সংস্থার সিইও। তবে শুধু লাক্ষাদ্বীপ নয়, রাম মন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অযোধ্যায় (Ayodhya) ফ্লাইটের চাহিদা বেড়েছে সেই বিষয়টি মাথায় রেখে অযোধ্যাতেও চালু হবে স্পাইসজেটের 'বাজেট বিমান পরিষেবা', এমনটাও জানিয়েছেন স্পাইসজেটের চেয়ারম্যান এবং সিইও অজয় ​​সিং।                             


এয়ারলাইন্সগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থা প্রধান জানিয়েছেন, কম খরচের এই এয়ারলাইনস শীঘ্রই লাক্ষাদ্বীপ দ্বীপে ফ্লাইট শুরু করতে চলেছে। এর পাশাপাশি তিনি শীঘ্রই অযোধ্যায় ফ্লাইট শুরু করার কথাও বলেছেন। অজয় সিং বুধবার কোম্পানির এজিএম-এ শেয়ারহোল্ডারদের বলেছিলেন যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফর এবং ভারত ও মলদ্বীপের মধ্যে 'তরজা' প্রেক্ষাপটে চাহিদা বৃদ্ধি পেয়েছে অনেকটা। সেই সূত্র ধরেই তিনি বলেছেন, ‘আরসিএস-এর আওতায় আমাদের কাছে এক্সক্লুসিভ সত্ত্ব রয়েছে বিমান চলাচলের আর আমরা খুব শিগগির এই দ্বীপে চালু করব বিমান।’ 


লাক্ষাদ্বীপ এবং অযোধ্যায় ফ্লাইট পরিষেবা শুরু করার পাশাপাশি, সিইও শেয়ারহোল্ডারদের জানিয়েছেন যে তিনি এয়ারলাইনটির উন্নয়নের জন্য স্পাইসজেটের বৃদ্ধির জন্য ২২৫০ কোটি টাকার ফান্ডও ব্যবহার করবেন। এই আর্থিক সহায়তা বিমান সংস্থাগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে বলেই আশাবাদী তিনি।  


আরও পড়ুন, ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ! খুব সহজে বাংলা থেকে কীভাবে যাবেন জানেন?


এদিকে, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা দেশের ডেস্টিনেশন যেন এখন একটাই তা হল অযোধ্যা। কলকাতা থেকে অযোধ্যা এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। তাই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। স্পাইসজেটের এই ঘোষণার পর অবশ্য আশার আলো দেখছেন পর্যটকরা।                                                                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে