গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অযোধ্যায় যোগী সরকারের ‘দীপোৎসব’
Web Desk, ABP Ananda | 27 Oct 2019 12:47 PM (IST)
দীপাবলি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগী বলেন, ‘দেশের সাতটি পূণ্যভূমির মধ্যে তিনটিই উত্তরপ্রদেশে। অযোধ্যা, কাশী মথুরা । পৃথিবীর কোথাও এমন সমৃদ্ধ ও সাংষ্কৃতিক পরিবেশ নেই।’
অযোধ্যা: অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের রায়ের দিকে তাকিয়ে এখন সারা দেশ। তার আগেই মহাসমারোহে অযোধ্যায় পালিত হল ‘দীপোৎসব’। সৌজন্যে যোগী সরকার। নগরী সেজে উঠল ৫.৬১ লাখ মাটির প্রদীপে। শনিবার দীপাবলির সন্ধেতে মোহময় হয়ে উঠল চারিদিক। সেই সঙ্গে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল যোগী সরকারের ‘দীপোৎসব’। অনুষ্ঠানের সময় ‘রাম কি পউদি’ ঘাট সেজে উঠল ১০ হাজার প্রদীপে। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তরফে মোট ২২৬ কোটির প্রকল্প ঘোষণা করেন। এদিন দীপাবলি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগী বলেন, ‘দেশের সাতটি পূণ্যভূমির মধ্যে তিনটিই উত্তরপ্রদেশে। অযোধ্যা, কাশী মথুরা । পৃথিবীর কোথাও এমন সমৃদ্ধ ও সাংষ্কৃতিক পরিবেশ নেই।’ অনুষ্ঠানে রাম-সীতার প্রতীকি রাজ্যাভিষেক হয়। হেলিকপ্টারকে সাজানো হয় পুষ্পক রথের মতো করে। অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ ছাড়াও হাজির ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল। হাজির ছিলেন ফিজি রিপাবপিকের ডেপুটি স্পিকার বীণা ভাটনাগর প্রমুখ।