নয়াদিল্লি: সোস্যাল মিডিয়া সরগরম কুস্তিগীর-রাজনীতিক ববিতা ফোগতকে ঘিরে, নোভেল করোনাভাইরাস নিয়ে তবলিগি জামাতকে নিশানা করে বিতর্কিত ট্যুইটের জন্য। তিনি লিখেছেন, ভারতে করোনাভাইরাস দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা, এক নম্বর সমস্যা অভদ্র জামাতিরা। করোনাভাইরাসের থেকেও বড় সমস্যা ওরা।
প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে অনুষ্ঠিত তবলিগি জামাতের ধর্মীয় সভায় প্রায় ৯ হাজার দেশ-বিদেশ থেকে আসা লোকের জড়ো হওয়াকে দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর একটা বড় কারণ হিসাবে দেখা হচ্ছে। ওই সমাবেশ থেকে জামাত সদস্যরা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়েন। তাঁরাই ভাইরাসের বাহক হয়েছেন বলে অভিযোগ।পরে পরীক্ষাতেও ধরা পড়ে, সমাবেশে অংশগ্রহণকারী একাধিক জামাত সদস্য করোনা পজিটিভ।
এ নিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন তথা তাঁর ম্যানেজার রঙ্গোলি চান্দেলের পথেই পা বাড়িয়েছেন ববিতা। রঙ্গোলিও তবলিগি জামাত সম্পর্কে নিজের ট্যুইটে আক্রমণাত্মক ভাষায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর ট্যুইটার অ্যাকাউন্টটি আপাতত সাসপেন্ড হয়ে গিয়েছে এজন্য।


ববিতা রঙ্গোলির ট্যুইট সমর্থন করেও লিখেছেন, দেশে যারা সত্যি কথা বলে, তারাই ট্যুইটারের চোখে খারাপ।
সোস্য়াল মিডিয়ায় ববিতার প্রবল সমালোচনা, নিন্দা হয়েছে আপত্তিকর মন্তব্যের অভিযোগে। "#SupendBabitaPhogat' হ্যাশট্যাগ দিয়ে প্রচার চলে, দাবি ওঠে, বিজেপি নেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে হবে।



যদিও নিন্দা-সমালোচনা গায়ে না মেখে ববিতা ভুল কিছু লেখেননি বলে জানিয়ে দিয়েছেন। কমনওয়েলথ গেমসের সোনাজয়ী মেয়ে বলেছেন, কিছুদিন আগে ট্যুইট করেছিলাম একটা, তারপর থেকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারে আজেবাজে কথা বলছে, ফোন করেও হুমকি, গালাগাল দিচ্ছে কিছু লোক। ওদের বলতে চাই, এটা মনে রাখবেন, আমি কিন্তু জায়রা ওয়াসিম নই যে আপনাদের হুমকিতে ভয় পেয়ে ঘরে বসে থাকবে। হুমকিকে ভয় পাই না। আমি ববিতা ফোগত। সবসময় দেশের জন্য লড়ব, এরকম কথাই বলে যাব। ট্য়ুইটারে ভুল কিছু লিখিনি। ট্য়ুইটটা ঠিক বলেই মনে করি। কারণ যারা করোনাভাইরাস ছড়িয়েছে, শুধু তাদের সম্পর্কেই লিখেছি।

ববিতার পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন কুস্তিগীর দিদি গীতা ফোগতও। লিখেছেন, তাঁরা রাখঢাক না করে এভাবেই কথা বলে যাবেন।