বেজিং: চিনের বিরুদ্ধে করোনা মহামারী চেপে যাওয়ার যত অভিযোগ উঠছে ততবার জোর গলায় অস্বীকার করছে তারা। এবারেও তাদের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র দাবি করলেন, খবর কোনওমতেই চাপা হয়নি, তাঁরা খবর গোপন করা কখনও সমর্থন করেন না। যদিও মৃতের সংখ্যা ঠিকমত জানানো হয়নি বলে যে অভিযোগ তা তিনি স্বীকার করে নিয়েছেন।
আজই আগের দেওয়া সংখ্যা পাল্টে ফেলে চিন করোনায় তাদের মৃতের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এই সংখ্যা নিয়েও আন্তর্জাতিক মহলে সন্দেহ তৈরি হয়, অনেকে বলেন, চিন প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না। বেজিং আজ করোনা ভরকেন্দ্র ইউহানে করোনা মৃতের সংখ্যা প্রায় ১,৩০০ বেশি হিসেব দিয়েছে। এর ফলে চিনে করোনায় মৃত বেড়ে দাঁড়াল ৪,৬৩৬।
অবশ্য আজ সকালেও চিন তাদের সরকারের দেওয়া করোনা মৃতের সংখ্য়া ঠিক বলে দাবি করে। বলে, আমেরিকা ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলি তাদের বিরুদ্ধে তথ্য গোপনের যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু এরপর ইউহান পুরসভা জানিয়ে দেয়, আইনের সঙ্গে সঙ্গতি রেখে ও ইতিহাসের প্রতি দায়িত্বশীল হয়ে মৃতের সংখ্যা নতুন করে প্রকাশ করেছে তারা। সংখ্যায় এই গন্ডগোলের জন্য চিন চারটি কারণ দর্শিয়েছে। এগুলি হল-
১. করোনার প্রাথমিক পর্যায় বহু রোগীর মধ্যে দেখা যায়। এঁদের কেউ কেউ বাড়িতে মারা যান, হাসপাতালে চিকিৎসা হয়নি।
২. চিকিৎসকরা করোনা আক্রান্তদের সুস্থ করার লড়াইয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেন, মৃতের ঠিক সংখ্যা জানাতে তাঁদের দেরি হয়েছে।
৩. করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালের সংখ্যা এক লাফে বাড়িয়ে দিতে হয়, সব হাসপাতাল এপিডেমিক ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল না। ফলে সময়ে তথ্য আসেনি।
৪. কয়েকজন প্রয়াত রোগী সম্পর্কে সব তথ্য আসেনি।
করোনা মহামারীর খবর চেপে যাওয়ার অভিযোগ অস্বীকার করল চিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 04:43 PM (IST)
অবশ্য আজ সকালেও চিন তাদের সরকারের দেওয়া করোনা মৃতের সংখ্য়া ঠিক বলে দাবি করে। বলে, আমেরিকা ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলি তাদের বিরুদ্ধে তথ্য গোপনের যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -