কলকাতা: ফের সোশাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার। আর এই ভুয়ো খবর ছড়াতে ব্যবহার করা করা হল এবিপি আনন্দ-র নাম ও লোগো। এবিপি আনন্দ-র নাম ও লোগো ব্যবহার করে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিচ্ছেন বলে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়ায়। ফেসবুকে সেই ভুয়ো পোস্টের স্ক্রিনশট আপলোড করেছেন বাবুল। জানিয়েছেন, তিনি কখনই তৃণমূলে যোগ দেওয়ার খবর সত্যি হতে দেবেন না।

এবিপি আনন্দ-র নাম ও লোগো ব্যবহার করে যেখানে লেখা হয়েছে, তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ওই পোস্ট ভাইরাল হয়েছে। এই ধরনের কোনও খবরই এবিপি আনন্দ সম্প্রচার করেনি। পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। শনিবার আসানসোলের বিজেপি সাংসদ সেই ভুয়ো খবরের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লেখেন, ফেক নিউজ যদি বানাতেই হয়, তাহলে একটু সাবধানে বানাও। কয়েকদিন আগেই এবিপি-র লোগো বদলে গেছে। ওই পোস্টেই বাবুল সাফ জানান, রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু তৃণমূলে যোগ দেবেন না। পোস্টে বাবুল সুপ্রিয় আরও লিখেছেন, রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু টেলিভিশনে তৃণমূলে যোগ দেওয়ার খবর কখনও হতে দেবেন না।

তৃণমূলে বাবুল সুপ্রিয়? এবিপি আনন্দ-র নাম ও লোগো দিয়ে ভুয়ো প্রচার সোশাল মিডিয়ায়


সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। আর এই খবর ছড়াতে ব্যবহার করা হচ্ছে সংবাদমাধ্যমকে তবে এই প্রথম নয়, অতীতে একাধিকবার এবিপি আনন্দ-র নাম ও লোগো ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হয়। বিষয়টি এর আগে পুলিশকে জানানোও হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ভুয়ো খবর ছড়ানোর এই প্রবণতা বন্ধ হচ্ছে না।