মুম্বই ও নয়াদিল্লি: শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার, ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, জন্মজয়ন্তীতে বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা। সাহসী ও অদম্য, উনি কখনই জলকল্যাণ সংক্রান্ত কোনও বিষয় নিয়ে সরব হতে পিছিয়ে আসতেন না। মোদী যোগ করেন, ঠাকরেরা সর্বদা ভারতীয় মূল্য ও রীতি-নীতি সম্পর্কে গর্বিত অনুভব করেন। আজও তাঁরা লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছেন।





প্রসঙ্গত, বিজেপির সঙ্গে বহু দশকের সম্পর্ক ভেঙে সম্প্রতি কংগ্রেস ও এনসিপি-কে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে জোট সরকার গঠন করে শিবসেনা। বাল ঠাকরের জন্মজয়ন্তী এবং মহারাষ্ট্রে শিবাসেনার মুখ্যমন্ত্রী-- জোড়া বিষয় উদযাপন করতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে শিবসেনা।
১৯২৬ সালে জন্মগ্রহণ করেন বাল ঠাকরে। মহারাষ্ট্রে ক্ষমতাশালীদের অন্যতম ছিলেন তিনি। পেশাদার জীবন শুরু করেছিলেন ইংরেজি দৈনিক ‘ফ্রি প্রেস জার্নাল’ পত্রিকায় ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে। ১৯৬০ সালে নিজস্ব রাজনৈতিক সাপ্তাহিক পত্রিকা ‘মার্মিক’ শুরু করেন। পরে গঠন করেন রাজনৈতিক দল শিবসেনা। মহারাষ্ট্র তথা মারাঠিদের জন্য দীর্ঘ লড়াই চালিয়েছিলেন বাল ঠাকরে। ২০১২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।