নয়া দিল্লি: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের মতপার্থক্য দূর না করে এবং একসঙ্গে কাজ না করে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে।                                                 

বাংলাদেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। তিনি এও বলেন, সেনাদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আগামীতে এই রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। 

সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনীতিকদেরই অনেকে মনে করছেন। ওয়াকিবহাল মহলের মত, গণ-অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ-শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোও বিভেদে জড়িয়েছে। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকে।

আরও পড়ুন, 'চার্জশিটে ২ জায়গায় শুধু আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ', চ্যালেঞ্জ অভিষেকের

বাংলাদেশ সেনাপ্রধান জনগণের কাছে শান্তির আবেদন জানিয়ে বলেন, 'আমরা যদি নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাই, তাহলে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা বিপন্ন হবে।' এই কারণে মানুষের শান্তি আনার চেষ্টা করা উচিত।' 

উল্লেখ্য, পরিস্থিতি ঠিক না হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী। দ্রুত নির্বাচনের দাবি তুলে দিন দুয়েক আগে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ক্ষমতায় আসেন ইউনুস। প্রধান উপদেষ্টা পথে শপথ নিয়ে প্রথম থেকেই দেশ সংস্কারের উপরেই জোর দেন তিনি। যখনই তাঁকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে তখনই ইউনুস বলেছেন, আগে সংস্কার হবে তারপর নির্বাচন। কিন্তু সেই সংস্কার কবে শেষ হবে তারও দিনক্ষণ জানাতে পারেননি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে