রাওয়ালপিণ্ডি: তাঁর ব্যাটের শাসনে জব্দ হয়েছে ইংল্যান্ড। জস বাটলারদের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) থেকেই ছিটকে দিয়েছে তাঁর সেঞ্চুরি। সেমিফাইনালের দৌড়ে উঠে এসেছে আফগানিস্তান।


তিনি, ইব্রাহিম জাদ্রা (Ibrahim Zadran)। আফগান তরুণ দুরন্ত সেঞ্চুরি করে শুধু রেকর্ডই গড়েননি, দলের রূপকথার জয়ের ভিত তৈরি করে দিয়েছেন। তারপর ম্যাচের সেরা আর কাউকে বাছা সম্ভব ছিল না।


ম্যাচের সেরা হওয়ার পর কাকে সাফল্য উৎসর্গ করলেন জাদ্রান? 


ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন আফগান তারকা। সেখানে তিনি সাফল্য উৎসর্গ করেন দেশবাসীকে। জাদ্রান লিখেছেন, 'বিশেষ একটা জয়। খেলা থেকে এত মাস দূরে থাকা আমার কাছে কঠিনতম চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে, আরও শক্তিশালী হয়ে, আরও খিদে নিয়ে, আরও দৃঢ়সংকল্প হয়ে ফিরব। সেই পথেই এক পা বাড়ালাম আজ।'


 






জাদ্রান আরও লিখেছেন, 'এই ইনিংসটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও বড় হচ্ছে দল যে ইচ্ছেশক্তি দেখিয়েছে। আজমতের অলরাউন্ড দক্ষতা সবচেয়ে বেশি তফাত গড়ে দিল।' যোগ করেছেন, 'আমাকে এবং গোটা দলকে আপনারা সকলে যে সমর্থন করেছেন, তার জন্য কৃতজ্ঞ। এই ধরনের মুহূর্তই আমাকে মনে করিয়ে দেয়, কেন আমরা খেলি। একে অপরের জন্য খেলি। আমাদের মানুষদের জন্য খেলি। আফগানিস্তানের জন্য খেলি।'


আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের


দেশের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে জাদ্রান লিখেছেন, 'প্রত্যেকটা জয়, প্রত্যেকটা মাইলফলক - এই সব কিছু আপনাদের জন্য। আপনাদের ভালবাসা ও সমর্থনই আমাদের কাছে সব কিছু। আফগানিস্তান জিন্দাবাদ।' 


প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন জাদ্রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। চলতি টুর্নামেন্টেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ড অবশ্য ভেঙে গেল এক সপ্তাহের মধ্যে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদ্রান। কার্যত একা হাতে টানলেন আফগানিস্তান ইনিংসকে। ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে দিল আফগানিস্তান।


আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?