রাওয়ালপিণ্ডি: এক দেশ টুর্নামেন্টের আয়োজক। শুধু তাই নয়, গতবারের খেতাবজয়ী। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনার ঝড়।


অন্য দেশ টুর্নামেন্টে দারুণ কিছু সাড়া জাগিয়ে আসেনি। তবে প্রথম দুই ম্যাচে যেভাবে হেরেছে, তাতে ওয়ান ডে ক্রিকেটে জায়ান্ট কিলার তকমা নিয়েই টানাটানি পড়ে গিয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তদেরও।


আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে মুখোমুখি হচ্ছে দুই দেশ - পাকিস্তান ও বাংলাদেশ। দুই দেশের বৈরিতা সর্বজনবিদিত। যদিও বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের দূরত্ব কমেছে। বরং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ কাছাকাছি আসছে। বৃহস্পতিবার ক্রিকেটের বাইশ গজে কারা মাথা উঁচু করে মাঠ ছাড়বে? 


বৃহস্পতিবার ম্যাচ হওয়া নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ, আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাওয়ালপিণ্ডিতে। ম্যাচ হলে পরীক্ষা দিতে হবে পাক ব্যাটিংকে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে নিউজ়িল্যান্ড ও ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং। চোটের কারণে নেই ফখর জামান। ইমাম উল হক তাঁর পরিবর্তে দলে এলেও কিছুই করতে পারেননি। সউদ শাকিল ও বাবর আজম একটি করে হাফসেঞ্চুরি করলেও ম্যাচে প্রভাব ফেলতে পারছেন না। বাবরের মন্থর ব্যাটিং প্রশ্নের মুখে। মহম্মদ রিজওয়ানকেও ছন্দহীন দেখাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে কামরান গুলামকে।


আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের


লোয়ার মিডল অর্ডারে একমাত্র খুশদিল শাহ ছাড়া আর কাউকেই নির্ভরযোগ্য মনে হচ্ছে না। বোলিং নিয়েও চিন্তা যাচ্ছে না পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে। ভারতের বিরুদ্ধে ভাল বোলিং করলেও শুভমন গিলকে মাঠ ছেড়ে যেতে বলার ইশারা করে প্রবল সমালোচিত হয়েছেন আব্রার আমেদ।


 






পেস বোলিং ছাড়া বাংলাদেশের প্রাপ্তির ভাঁড়ারও শূন্য। ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা প্রকট হয়ে গিয়েছিল কিউয়ি স্পিনার মাইকেল ব্রেসওয়েলের সামনে। জাকের আলি একমাত্র চেষ্টা করছেন। বৃহস্পতিবার যে দল জিতবে, প্রথম পয়েন্ট ঝুলিতে ভরার সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করবে।


আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?