কলকাতা : তীব্র ভারত-ঘৃণা। ভয়ঙ্কর অপমান। একের পর এক হুমকি। কলকাতা দখল করার আজব দাবি। বাংলা-বিহার-ওড়িশা থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত সীমানা বিস্তারের ডাক । বাংলাদেশের উগ্রবাদী নেতাদের তর্জন-গর্জন চলছেই। এবার সব সীমা ছাড়িয়ে সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলতে শোনা গেল এর চরমপন্থী নেতাকে।
বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। আরও একধাপ এগিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলে হুঁশিয়ারি তাঁর। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবি মেজর হাফিজউদ্দিন আহমেদের।
এতদিন বাংলা-বিহার-ওড়িশা দাবি করে এসেছিলেন, বাংলাদেশের প্রধান সরকার সমর্থিত দল BNP। আর এবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা শোনা গেল ওই দলেরই এক সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তার মুখে। ভারতের বিরুদ্ধে লড়তে বাংলাদেশের জনগণকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার কথা বললেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদের দাবি, ' আমরা আবু সৈয়দের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবিলা করে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য।'
এর আগে এবার বাংলাদেশে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দিলেন গণ অধিকার পরিষদের যুগ্মমহাসচিব তারেক রহমান। তাছাড়া ক্রমাগত ভারতবিরোধী বক্তব্য পেশ করে যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। এই ঘৃণাপ পারদকেই আরও চড়িয়ে দিতে নতুন নতুন উস্কানি দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী, নেতারা। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যে যেভাবে সমর্থনসূচক ধ্বনি উঠল , তাতে বোঝাই যাচ্ছে কতটা সফল ভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন চরমপন্থী নেতারা। প্রশ্ন উঠছে, একদিকে সম্প্রীতি ও শান্তিরক্ষার আশ্বাস দিয়ে কীভাবে এই ধরনের বক্তব্য শুনে নীরব থাকছে প্রশাসন ? এবার কি সত্যি সত্যিই নৈরাজ্যের বাংলাদেশে পড়ুয়াদের হাতে উঠবে রাইফেল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবীর দায়িত্ব কেন ছাড়লেন বৃন্দা, এবার লড়বেন কে?