ঢাকা : সারা বিশ্বে সমালোচনা যতই জোরদার হচ্ছে, ততই বাংলাদেশ যাচ্ছে ইসকনের বিরুদ্ধে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলবন্দি করার কড়া সমালোচনা করেছে ভারত থেকে ব্রিটেন। সর্বত্রই ইউনূস সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হচ্ছে । এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে আরও কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ। ইসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে । আগামী ১ মাসের জন্য ফ্রিজ করা হল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সময়ে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সম্পর্কিত ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না।
ডেইলি স্টার ও প্রতিদিনের বাংলাদেশ সূত্রে খবর, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া ব্যক্তিদের আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে এই সময়টা বাড়ানো হবে। বাংলাদেশ মিডিয়া সূত্রে খবর, অ্যাকাউন্ট ফ্রিজ করা ব্যক্তিদের মধ্যে 'চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস'
যাঁদের অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে টাকা তছরুপ , বিদেশে টাকা পাঠানো মতো অপরাধের ক্ষেত্রে যে পদক্ষেপ করা হয়, তাই করা হচ্ছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে।
আদালতে ইসকনকে নিষিদ্ধ করার মামলা খারিজ হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী। 'চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে' বলেছেন তিনি।
আরও পড়ুন :
চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন