কলকাতা : বাংলাদেশের নারী আন্দোলনের পথপ্রদর্শক তিনি। আপাত রক্ষণশীল পরিবারে জন্মেও, প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাধা-নিষেধ থাকা সত্ত্বেও, পাণ্ডিত্যে রেখেছেন বিশেষ ছাপ। একের পর এর সাহিত্যে রেখে গিয়েছেন অনন্য নজির। বাংলাদেশের নারীকূলকে শিক্ষার আলো দেখিয়েছেন তিনি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ওপার বাংলার মানুষ,সমৃদ্ধ করেছেন এপার বাংলাকেও। এ হেন প্রাতঃস্মরণীয় নারীকেও ছাড়ল না বাংলাদেশের হিংস্র জনতা। অশান্ত বাংলাদেশে কালির পোঁচ পড়ল শিক্ষাব্রতী , নারী উন্ননয়ের পথিকৃৎ এই নারীর ছবিতে। সেখানেই শেষ নয়, তাঁর নামের উপর লিখে দেওয়া হয়েছে অশ্লীল শব্দ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সরব হলেও সাহিত্যিক তসলিমা নাসরিন। সমাজমাধ্যমের দেওয়ালে বেগম রোকেয়ার কালি মাখা ছবি শেয়ার করে লিখলেন, ‘এ কার বাংলাদেশ? নিশ্চয়ই আমার নয়।’



বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই অশান্তি চরমে। বঙ্গবন্ধুর মূর্তিতে পড়েছে হাতুড়ির ঘা। হাসিনার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। হাসিনার বাসভবন থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জাদুঘর, সব জায়গায়  তাণ্ডব চালিয়েছে হিংস্র জনতা। খুন করা হয়েছে বাংলা ছবির প্রযোজককে। বাংলাদেশের  ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের বাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ! ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে গানের দল - জলের গানের ভোকালিস্টের বাড়ি, রিহার্সাল কক্ষ। আর এবার টার্গিটে বাংলাদেশের নারী উন্নয়নের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 


তসলিমার এই পোস্টে কেউ লিখেছেন, 'বাঙালি হিসেবে আমরা লজ্জিত!! এ কোন ছাত্রদের জনগণ সমর্থন করেছিল!! এরা জানেনা এরা কি করছে। এরা নির্বোধ হয়ে গেছে। যুক্তি বুদ্ধি লোপ পেয়েছে।। তাদের প্রতি আর ক্ষোভ বিদ্বেষ নেই। শুধু আছে করুণা। এদের শুভ বুদ্ধির দ্রুত জাগরণ হোক এই কামনা করি।' 


কেউ আবার লিখলেন, 'এই ছবিটা আমাদের চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গা জামালখান এরিয়ার'


স্বাধীনতা - পূর্ব কালে  বাংলা, ইংরেজি, ফরাসি, উর্দু, সব ভাষায় সাহিত্য চর্চা করেছেন রোকেয়া।  নারীসমাজের প্রতি সব বৈষম্য ও শোষণ বন্ধের জন্য কলম ধরেছিলেন তিনি। আর সেই নারীর ছবির উপরই পড়ল কালির পোঁচ, কুৎসিত গালাগালি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন                                        
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ