ঢাকা: ক্ষোভ-বিক্ষোভ-নৈরাজ্যের আগুনে এখনও জ্বলছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে ৭০ জন সংখ্যালঘু আইনজীবী ও দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা "মিথ্যা ও হয়রানিমূলক মামলা" নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এছাড়াও বাংলাদেশের আইনজীবী ও সাংবাদিকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সংখ্যালঘু অধিকার কাউন্সিল। বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর, ৭০ জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামের ২ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ৩০ নভেম্বর কোতয়ালি থানায়
অভিযোগ দায়ের হয়। আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সংবাদ সম্প্রচারে বাধা দেওয়ার জন্যই এই মামলা। একদল মানুষ নিজেদের স্বার্থে এই মামলা দায়ের করেছেন। এই ধরনের ঘটনা পুরোপুরি মানবাধিকার এবং আইনের শাসনের বিরোধী, দাবি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের। সরকারের কাছে এই ধরনের ভিত্তিহীন মামলা তুলে নেওয়ার জন্যও আবেদন জানিয়েছে ঐক্য পরিষদ, বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর।
রবিবার ঢাকার কাওরানবাজারে কর্মস্থলের সামনেই হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, তেজগাঁও থানার পুলিশ উদ্ধার করার পর ঢাকা গোয়েন্দা পুলিশ নিয়ে যায় ‘এক টাকার খবর’ পোর্টালের সম্পাদক মুন্নি সাহাকে। খবর প্রথম আলো সূত্রে। সংবাদপত্র সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ অফিস থেকে বেরোতেই সাংবাদিক মুন্নি সাহাকে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে হেনস্থা করে। খবর পেয়ে এই মহিলা সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যায় তেজগাঁও থানার পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই সাংবাদিককে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর।
এদিকে, ভারতে আসার পথে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল ৮৩ জন ইসকন ভক্তকে। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও ভারতে আসতে বাধা দেওয়ার অভিযোগ। আজব সাফাই বাংলাদেশের। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত OC ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়ার দাবি, ইসকন ভক্তদের বৈধ পাসপোর্ট-ভিসা থাকলেও, ভারত-ভ্রমণের প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে