নয়াদিল্লি: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Das Arrested ) নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি।
কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের। 'আমি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। সন্ন্যাসীর কোনও মন্তব্যের ভিন্নমত থাকতেই পারে। কেন গ্রেফতার করা হল? আইনি ভিত্তি কী?' ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের।
গ্রেফতার হওয়ার আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু ধর্মের মানুষ। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছিল বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ সরকার।ইসকনের ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, কখনও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাঁটু জলে নেমেছেন। নিরন্নের মুখে তুলে দিয়েছেন অন্ন। কখনও আবার অধিকার আদায়ের লড়াইয়ে একজোট করেছেন মানুষকে। ইনি ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। যাঁকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ।
সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস।যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। সম্প্রতি চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছেন ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর গ্রেফতারির পর তাঁর একাধিক বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন, বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও, এবার বাড়িতে ঢুকে 'খুন' !
চিন্ময়কৃষ্ণ দাস বলেছিলেন, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্য়ার। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধমকিতে দেশত্য়াগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র। বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। সব মহল থেকে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।