কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও CBI-মামলায় হেফাজতে থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর। আজ ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে নতুন করে কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করল সিবিআই।


ED-র মামলায় হাইকোর্টে সুজয়কৃষ্ণ জামিন পেলেও জমা রাখতে হবে পাসপোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। শুনানির দিন হাজির থাকতে হবে। কোনও নথি বিকৃত করতে পারবেন না।নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বরও বদল করতে পারবেন না সুজয়কৃষ্ণ, নির্দেশ হাইকোর্টের।


গতকাল ফের আদালতে হাজিরা এড়িয়েলেন 'কালীঘাটের কাকু'। অসুস্থতার কারণে হাজির করানো যায়নি বলে আদালতে সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। জানালেন, সিবিআই জেরা করতে চাইলে জেলে গিয়ে করতে পারে। শান্তনু, সন্তুর পর এবার 'কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের করতে চায় সিবিআই।মূলত গতকাল ফের আদালতে গরবাজির ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বিশেষ সিবিআই আদালতে গতকাল রিপোর্ট দিয়ে জানানো হয়েছিল তিনি অসুস্থ, জেল হাসপাতালে চিকিৎসাধীন।


নিয়োগ-দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে শুনানিতে গতকাল তাঁর আইনজীবী বলেছিলেন, অসুস্থতার কারণে হাজির করানো যায়নি তাঁর মক্কেলকে। গত বছর, ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে গ্রেফতার করেছিল ED। সিবিআইয়ের হাতেও গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'কালীঘাটের কাকু'। সেই আগাম জামিনের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। 


অভিযুক্তকে হেফাজতে নিতে আদালতে আর্জি জানানোয় বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন -ED র মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে চাইছে সিবিআই? প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরের দিনই আবার কী করে Shown অ্যারেস্ট দেখানোর এবং হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইয়ের সংশ্লিষ্ট দফতর কেন পদক্ষেপ করবে না, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি। পাশাপাশি, তিনি মৌখিক নির্দেশ দিয়েছিলেন -যে সিবিআই এই মামলায় কিছু করবে না। 


আরও পড়ুন, বাংলাদেশ ইস্যুতে হুঙ্কার শুভেন্দুর, 'পালানোর রাস্তা পাবে না...'


সিবিআই সূত্রে খবর, য়োগ দুর্নীতির মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটর সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে। এবার তাঁরা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কারণ, সিবিআই সূত্রে খবর, তাঁদের হাতে বেশ কিছু ডিজিটাল প্রমাণ এসেছে যেখানে কিছু অডিও রেকর্ডিং আছে। তদন্তকারীদের অনুমান, অডিও রেকর্ডিংগুলি শান্তনু সন্তু ও কালীঘাটের কাকুর। যেখানে এক শীর্ষ নেতার নাম করে প্রাথমিকের নিয়োগ নিয়ে দর কষাকষি করছেন সুজয়কৃষ্ণ ভদ্র।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।