CBSE Examination 2025: সিবিএসই- র প্রশ্ন ফাঁস হয়েছে? সম্প্রতি এমনই গুঞ্জনই শোনা গিয়েছে। এই প্রসঙ্গে কী জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন? বোর্ডের তরফে জানানো হয়েছে সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য ভিত্তিহীন। পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে অকারণ আতঙ্ক তৈরি করার জন্য এই তথ্য ছড়ানো হয়েছে। সিবিএসই- তে দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৪৪ লক্ষ পড়ুয় পরীক্ষা দেবেন। ভারত এবং বিদেশের ৮ হাজার স্কুলে চলবে পরীক্ষা। সিবিএসই- র এই পরীক্ষা শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। আর তা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরুর পরেই প্রশ্ন ফাঁসের এমন তথ্য ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়েছে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে। তবে সিবিএসই কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এইসব তথ্য একেবারেই ভিত্তিহীন।
সিবিএসই- র তরফে বলা হয়েছে, পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করেছে বোর্ড। তবে কিছু অসাধু লোকজন, ফেসবুক, ইউটিউব, এক্স- এইসব সোশ্যাল মিডিয়ায় এ বছরের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং প্রশ্নের নাগাল পাওয়ার ব্যাপারে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে সিবিএসই বোর্ড। যারা এইসব ভুয়ো তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন ফাঁসের ভুয়ো তথ্য ছড়ানোর পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে একত্রিত হয়ে কাজ করছে সিবিএসই বোর্ড। যদি কোনও পড়ুয়া এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। CBSE's UNFAIR MEANS- এই নিয়মে এবং ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারাতেও মামলা করা হবে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে।
সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। প্রথম দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার হলে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরার সাহায্যে চালানো হবে নজরদারি। পরীক্ষার্থীদের স্পেশ্যাল ড্রেস কোডও রয়েছে। এছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা।
Education Loan Information:
Calculate Education Loan EMI