কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ছাত্র আন্দোলনে আরও অশান্ত বাংলাদেশ (Bangladesh News)। পুলিশ-সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার! ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই জারি সেনার শাসন। প্রধানমন্ত্রীর পদে হাসিনা ইস্তফা দিতেই বিজয়োল্লাস সে দেশে। গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা নিয়ে কী বললেন সে দেশের সাহিত্যিক মাসউদ আহমাদ (Masud Ahmad)। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় এবিপি আনন্দের তরফে। (ABP Ananda Exclusive)


বাংলাদেশের অবস্থা নিয়ে কী বললেন 'সেরা বাঙালি' মাসউদ আহমাদ


২০২৩ সালে এবিপি আনন্দ তাঁর হাতে তুলে দিয়েছিলেন সাহিত্যে সেরা বাঙালির সম্মান। তিনি বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক মাসউদ আহমাদ। আপাতত রয়েছেন সেই দেশেই। এদিন এবিপি আনন্দের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে মাসউদ আহমাদ বলেন, 'বাংলাদেশে আজকে যা ঘটে গেল, এটা আসলে হওয়ার কথা ছিল। কিন্তু এত রক্তপাত, এত সহিংস ঘটনার মধ্যে দিয়ে যে ঘটবে সেটা কেউ ভাবতে পারেনি। এবং গণ অভ্যুত্থান কখনও ঠেকানো যায় না। চাকরিতে কোটার যে একটা সীমাবদ্ধতা ছিল, ৫৪ শতাংশ কোটা ছিল। সেখানে মেধাবী ছাত্ররা চাকরিতে সুযোগ পাচ্ছে না। সুশাসন, গণতন্ত্রের এতটাই ঘাটতি দেখা গিয়েছে যে মানুষ ভোট দিতে পারেননি। সেই কারণে দীর্ঘদিন ধরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, নানা অভিযোগ ছিল সেগুলোই ক্রমশ দানা বেঁধেছে।' যেখানে সাহিত্যিক রয়েছেন সেখানকার রাস্তাঘাটের অবস্থাও ভিডিও কলে দেখান তিনি। বলেন, 'এখানে কার্ফু চলছে, তার মধ্যেও ছোট ছোট গাড়ি, মোটরসাইকেল, রিক্সা চড়ে, দল বেঁধে মানুষ, পতাকা হাতে উল্লাস করতে করতে যাচ্ছেন।'


আরও পড়ুুন: Bangladesh Protest: অগ্নিগর্ভ ওপার বাংলা, ইন্দো-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফের ডিজি


আজই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সে দেশের সেনাপ্রধান জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা প্রদানের পরেই বোনকে সঙ্গে নিয়ে চপারে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। ইতিমধ্যেই ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে তাঁর বিমান। সূত্রের খবর, এখান থেকে তিনি লন্ডন উড়ে যেতে পারেন। অন্য সূত্রে খবর, ব্রিটিশ সরকার শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে। এর পাশাপাশি সূত্রে খবর, ভারতে কিছুদিন থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু নির্দিষ্টভাবে সরকারি কোনও ঘোষণা এখনও প্রকাশ্যে আসেনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।