কলকাতা:  ঘৃণার আগুন ক্রমেই ছড়াচ্ছে। হিন্দু বিরোধিতা র গণ্ডি পৈরিয়ে সমগ্র ভারতের প্রতিই বাড়ছে ইউনূস শাসিত বাংলাদেশিদের রাগ। প্রকাশ্যে চলছে ভারবিরোধী স্লোগান শাউটিং। এবার ঘৃণার উদগীরণ ভারতীয় শাড়ির উপর।  


BNP নেতা রুহুল কবীর রিজভির এবার সরাসরি হুঁশিয়ারি, 'ইন্ডিয়ান শাড়ি...এই ইন্ডিয়ান শাড়ি, স্ত্রী দিল। সে নিজেই, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এই যে আজ আপনাদের সামনে ছুড়ে ফেললাম।'


ভারতীয় সংবাদমাধ্যমকে আক্রমণ করতে গিয়ে সরাসরি এবিপি আনন্দকে নিশানা করেছিলেন। আর এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন খালেদা জিয়ার দল BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। তাঁর সামনেই জ্বালানো হল ভারতীয় শাড়ি। বললেন, ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’। এই বার্তাকে সামনে রেখে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BNP নেতা। সেখানেই তিনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। তাঁর দাবি,  'ভারতের পেঁয়াজের চেয়ে, আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চেয়ে, আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমাদের যদি জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাব। বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাব, আমরা পেঁয়াজ লাগাব। তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য গ্রহণ করব না। '                                    


আরও পড়ুন, 'যে পাকিস্তান দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা,২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল...' গর্জে উঠলেন তসলিমা


অনুষ্ঠানে BNP নেতা রিজভি ভারতের যে শাড়িটি নিয়ে এসেছিলেন, সূত্রের খবর, সেটি তাঁর স্ত্রীর। ব্যাগ থেকে বের করে সেই শাড়ি তিনি সামনে ছুড়ে ফেলেন। মজার কথা হল, ভারতীয় পণ্যের প্রতি ভালবাসা যে বাংলাদেশের কারও পক্ষেই মন থেকে অস্বীকার করা অসম্ভব, তাও দেখা গেল এই অনুষ্ঠানেই। যে শাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য ছুড়ে ফেলেন BNP নেতা, সেই শাড়িই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছিলেন এক মহিলা। কিন্তু, শেষ অবধি নেতারা বারণ করায় তা আর করতে পারেননি তিনি! এরপরই তড়িঘড়ি শাড়িতে আগুন ধরাতে বললেন রুহুল কবীর রিজভি।


দুদিন আগেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর সম্প্রচার করায় সরাসরি এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে আক্রমণ করেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে