কলকাতা : কয়েকদিন আগেই বাংলাদেশের পতাকা অবমাননা নিয়ে গর্জে উঠেছিলেন তসলিমা নাসরিন। তিনি কতগুলো ছবি  পোস্ট করে সকলের নজরে আনেন, কীভাবে উগ্রবাদী সংগঠনের পতাকার নিচে ঠাঁই পাচ্ছে বাংলাদেশের পতাকা।  লেখেন, 'জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। দেশের পতাকা পড়ে থাকে একা, জবুথবু, পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে।' আবারও তিনি কলম ধরলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর জন্মভূমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনি যে কতটা আঘাত পেয়েছেন, তা স্পষ্ট তাঁর পোস্টে। তিনি বাংলাদেশের পাক-প্রীতি ও ভারত বিরোধিতার তীব্র নিন্দা করেন।            


 তিনি গর্জে উঠেছেন পড়শি দেশের ভার বিরোধিতা নিয়ে। চরম নিন্দা করে বাংলাদেশের লেখিকা লেখেন, 'যে ভারতের ১৭ হাজার সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র-ভারত নাকি আজ শত্রু। যে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পরিয়েছিল, সে ভারত নাকি আজ শত্রু। যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানী সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারত নাকি আজ শত্রু। আর যে পাকিস্তান দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ। যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে এক নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু।  যে পাকিস্তান আজ অবধি একাত্তরের নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু রাষ্ট্র!'






কিছুদিন আগে ,  তিনি প্রশ্ন তুলেছিলেন, 'গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে দেশদ্রোহিতা। জঙ্গি পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকলে দেশপ্রেম।'?  


অধুনা বাংলাদেশে খালেদা জিয়ার BNP যখন চিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে, তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে মরিয়া মহম্মদ ইউনূস সরকার। তারই ধাপ হিসেবে, পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম। এবার কি ভারত পাল্টা পদক্ষেপ করবে ? সেটাই দেখার । 

 





 


আরও পড়ুন : Bangladesh News: ঢাকায় পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার, ফের কি ভারত-বিরোধী শক্তির আখড়া হয়ে উঠছে বাংলাদেশ ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।